লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

পেট্রল অতীত, এবার খরচ কমিয়ে শুধু ইথানলে ছুটবে গাড়ি, চলে এল নতুন Tata Punch

Published on:

সিএনজি, পেট্রল, ডিজেল এবং ইলেকট্রিকের পর এবার ফ্লেক্স-ফুয়েল চালিত গাড়ি নিয়ে হাজির হল টাটা মোটরস (Tata Motors)। সংস্থাটি ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে Puch Flex Fuel মডেল প্রদর্শন করেছে। এটি শুধু ৮৫ শতাংশ ইথানলে নয়, সম্পূর্ণ ১০০ শতাংশ ইথানলে ছুটতে সক্ষম। আর এটাই গাড়িটির সবচেয়ে বড় বিশেষত্ব। সাদা ও সবুজ রঙের ডুয়েল টোন কালার স্কিম ও ফ্লেক্স ফুয়েল লেখা ব্যতীত গাড়িটির ডিজাইনে কোনও পরিবর্তন করা হয়নি।

READ MORE:  2025 Tata Punch Facelift Features: বাজার কাঁপাতে আসছে টাটা পাঞ্চের নতুন সংস্করণ, ফিচার্স শুনলে অবাক হয়ে যাবেন | 2025 Tata Punch Facelift Price

Tata Punch Flex Fuel

টাটা পাঞ্চ ফ্লেক্স ফুয়েল পেট্রল মডেলের মতোই ১.২ লিটার, তিন সিলিন্ডার, ন্যাচারালি অ্যাস্পিরিটেড ইঞ্জিনে ছুটবে। ইঞ্জিনটি এমনভাবে মডিফাই করা হয়েছে যাতে এটি ইনানল মিশ্রিত জ্বালানিতে দৌড়তে পারে। পাঞ্চের ইঞ্জিনকে নতুন ধরনের ফ্লেক্স ফুয়েলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বেশ কিছু যান্ত্রিক পরিবর্তন করেছে টাটা মোটরস।

গাড়িটিতে একটি স্মার্ট সফটওয়্যার এবং অত্যাধুনিক ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ইথানল মিশ্রিত জ্বালানির সঙ্গে অ্যাডজাস্ট করতে সক্ষম। ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমে থাকা হাই-ফ্লো ইঞ্জেকটর নিশ্চিত করবে যে ইঞ্জিনটি ঠান্ডা থাকলেও মসৃণভাবে স্টার্ট হতে পারবে। এছাড়া, ক্ষতিকর গ্যাসের নির্গমন রুখতে উন্নত এগজস্ট সিস্টেম ব্যবহার করছে টাটা। পাঞ্চ ফ্লেক্স ফুয়েল ভার্সন ঠিক কবে লঞ্চ হবে, তা এখনও জানায়নি টাটা।

READ MORE:  মার্চে ব্যাপক সস্তা হল Hyundai-এর জনপ্রিয় গাড়ি, 55,000 টাকা ডিসকাউন্টে বাড়ি আনুন

Tata Punch-এর পাঁচ লক্ষ প্রোডাকশন মাইলস্টোন

গত বছর আগস্টে টাটা পাঞ্চের ৪ লক্ষতম ইউনিট কারখানা থেকে বেরিয়েছিল। আর এই মাসে এই মাইক্রো এসইউভি ৫ লক্ষ উৎপাদনের মাইলফলক স্পর্শ করেছে। এমনকি ২০২৪ সালে দেশের সর্বাধিক বিক্রিত গাড়ির তকমা জিতে নেয়েছে এটি। যেখানে বিগত চার দশক ধরে মারুতি সুজুকির মডেলই টপ সেলিং গাড়ি হিসাবে পরিচিত ছিল। বর্তমানে টাটা পাঞ্চের পেট্রল ভার্সনের দাম ৫.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Maruti থেকে Tata, ৮ লাখের মধ্যে পেয়ে যাবেন ৮ অটোমেটিক কার
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.