লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দুয়ারে সরকার ক্যাম্পে রেকর্ড আবেদন, ৩ লক্ষ নতুন উপভোক্তা যুক্ত হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে

Updated on:

রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষীর ভান্ডারে এবার নতুন উপভোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবারের দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ইতিমধ্যে প্রায় ৩ লক্ষ নতুন আবেদন জমা পড়েছে। সরকারি সূত্রে অনুযায়ী, বর্তমানে ২ কোটি ২১ লক্ষের বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। এবার নতুন সংযোজনের ফলে এই সংখ্যা আরো বাড়বে বলে আশা করা যাচ্ছে।

দুয়ারে সরকার ক্যাম্পে জমা করার সমস্ত আবেদন যাচাই-বাছাই করে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে নতুন উপভোক্তাদের লক্ষীর ভান্ডার প্রকল্পের আয়তায় এনে আর্থিক সহায়তা করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

READ MORE:  ২০২৫ সালে শেয়ার বাজারে ধস, বিনিয়োগকারীদের জন্যে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে

দুয়ারে সরকার ক্যাম্পে অন্যান্য প্রকল্পে বিপুল আবেদন

শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার নয়, এবার দুয়ারে সরকার ক্যাম্পে অন্যান্য প্রকল্পেও ব্যাপকভাবে আবেদন জমা পড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল-

  • বার্ধক্য ভাতায় প্রায় ১ লক্ষ নতুন আবেদন জমা পড়েছে।
  • স্বাস্থ্য সাথী প্রকল্পে প্রায় ২ লক্ষ ২৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।
  • অসংগঠিত শ্রমিকদের বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে কয়েক লক্ষ মানুষ আবেদন করেছেন।

এছাড়া এবারের শিবিরে মোট ৩৭ টি প্রকল্পের জন্য আবেদন করা যাচ্ছিল, যা বিভিন্ন শ্রেণীর মানুষের উপকার করেছে। 

দুয়ারে সরকার ক্যাম্পে ব্যাপক মানুষের উপস্থিতি 

২৪শে জানুয়ারি থেকে শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প ইতিমধ্যেই রাজ্য জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। 

  • মাত্র ৭ দিনেই ৯০ লক্ষ মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে এসে নিজেদের নাম নথিভুক্ত করেছে বিভিন্ন প্রকল্পের জন্য। 
  • প্রতি সেকেন্ডে গড়ে ১১ জন মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন। 
  • ৬৭% শিবির হয়েছে প্রত্যন্ত এলাকায়, যেখানে প্রশাসনিক আধিকারিকরা নিজেরা উপস্থিত থেকে আবেদন গ্রহণ করেছেন। 
  • বৃহস্পতিবার বিকাল পর্যন্ত প্রায় ৫০ লক্ষ নতুন আবেদন জমা পড়েছে। 
READ MORE:  কলকাতায় শুরু হচ্ছে গ্যাস পাইপলাইন প্রকল্প! কোথায় কোথায় দেওয়া হবে এই সংযোগ?

এই বিপুল পরিমাণ সংখ্যা প্রমাণ করে রাজ্যের সাধারণ মানুষ সরকারের পরিষেবা গ্রহণের জন্য ব্যাপকভাবে আগ্রহী এবং সরকারও সেই পরিষেবা মানুষের দরবারে পৌঁছে দিচ্ছে। 

দুয়ারে সরকার ক্যাম্প বাড়ানো হবে?

প্রাথমিকভাবে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত ধরে দুয়ারে সরকার ক্যাম্প চলছিল। তবে এই শিবিড় বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কথা মাথায় রেখে প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করবে। 

READ MORE:  Gold And Silver Price Today: টানা দরপতন, এখনই বিনিয়োগের সঠিক সময়? দেখুন আজকের সোনা, রুপোর দাম | Apr 25 Gold, Silver Rate

লক্ষীর ভান্ডার সহ রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রতি সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। এবার এই ক্যাম্পের রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে, যা রাজ্য প্রশাসনের সরাসরি জনসংযোগের সাফল্য হিসেবে উঠে আসছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.