এপ্রিলে লঞ্চ হওয়ার আগে Samsung Galaxy S25 Edge-এর আরও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হল

গতকাল Samsung Galaxy S25 সিরিজ ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই লাইনআপে Galaxy S25, Galaxy S25 Plus ও Galaxy S25 Ultra নামে তিনটি মডেল এসেছে। পাশাপাশি, এই ফ্ল্যাগশিপ সিরিজের চতুর্থ মডেল Galaxy S25 Edge-এর একঝলক দেখিয়েছে কোম্পানি। এই ডিভাইসটির সবচেয়ে বড় আকর্ষণ স্লিম ডিজাইন। কোম্পানির আসন্ন ফোনটি এখন চীনের 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে, যা এটির ফাস্ট চার্জিং স্পিড প্রকাশ করেছে।

READ MORE:  স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে এন্ট্রি নেবে Samsung Galaxy A36 5G, থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

SM-S9370 মডেল নম্বর সহ Samsung Galaxy S25 Edge 3C সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। প্রসঙ্গত, এই মডেল নম্বরটি এতদিন Galaxy S25 Silm-এর সঙ্গে সম্পর্কিত ছিল বলে চর্চায় উঠে এসেছিল। ওই লিস্টিং অনুযায়ী, স্যামসাংয়ের এই নতুন ফোনটি সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের মতো ২৫ ওয়াট চার্জিং অফার করবে। তবে রিটেল বাক্সে চার্জার থাকবে না।

READ MORE:  ফ্রন্ট ক্যামেরা ছাড়াই অভিনব ফোন আনছে Samsung, তাহলে সেলফি উঠবে কীভাবে?

এছাড়া, 3C প্ল্যাটফর্ম থেকে Galaxy S25 Edge-এর স্পেসিফিকেশন বা ফিচার্স সম্পর্কে কিছু জানা যায়নি। স্যামসাং কিছু না বললেও এই ফোনটি এপ্রিলের মাঝামাঝি সময়ে লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। এটি প্রায় ৬ মিমি পাতলা হবে, অর্থাৎ Galaxy S25-এর থেকেও সরু (৭.২ মিমি)। এছাড়া, আর কী কী চমক থাকবে সেই বিষয়ে এখনই বেশি কিছু খোলসা করতে নারাজ সংস্থা।

READ MORE:  One UI 7: দামি মোবাইলের ফিচার বাজেট ফোনে, ভিন্ন পথে হেঁটে ক্রেতাদের মন জিতবে Samsung | Samsung Galaxy A06 5G Feature

উল্লেখ্য, একটি প্রতিবেদন Galaxy S25 Edge (Slim) কোথায় কোথায় লঞ্চ হবে, এমন কয়েকটি দেশের তালিকা প্রকাশ করেছে। তাতে ভারত সহ ৩৯টি দেশের নাম থাকলেও, মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডার কোনও উল্লেখ নেই। এটি Galaxy S25 সিরিজের বাকি মডেলগুলির থেকে কোথায় আলাদা হয়, সেটাই এখন দেখার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top