BSNL এর ব্লকবাস্টার রিচার্জ প্ল্যান, দিনে মাত্র ২.৬ টাকা খরচে কল ও ১২০ জিবি ইন্টারনেট

গতবছর জুলাইয়ে বেসরকারি টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর লাভবান হয়েছে BSNL। ফোন চালানোর খরচ কমাতে লক্ষ লক্ষ গ্রাহক সরকারি টেলিকম সংস্থাটির শরণাপন্ন হয়েছে। BSNL সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত কিছু প্ল্যান অফার করে। সংস্থার দীর্ঘ মেয়াদী প্ল্যানগুলির দামও কম। এই প্ল্যানগুলি বেছে নিলে ঘন ঘন রিচার্জ করার প্রয়োজন হয় না। এই প্রতিবেদনে আমরা সংস্থার ৩০০ দিনের ভ্যালিডিটি সহ আসা একটি প্ল্যান নিয়ে আলোচনা করবো, যার দাম জিও, এয়ারটেল ও ভিআই প্ল্যানের থেকে অনেক কম।

READ MORE:  দুর্দান্ত ক্যামেরা স্মার্টফোন কিনতে চান? Oppo Reno 12 5G-এর দাম অনেক কমল

কম খরচে ৩০০ দিন সিম সচল রাখার সেরা প্ল্যান

আপনি যদি বিএসএনএল সিম ব্যবহার করেন এবং ফোন চালানোর জন্য বেশি টাকা ব্যয় করতে না চান, তবে আমরা আপনাকে সংস্থার একটি দুর্দান্ত প্ল্যান সম্পর্কে বলবো। অর্থাৎ এই প্ল্যানটি তাদের জন্য আদর্শ তারা বিএসএনএল সিমকে সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করেন এবং কম খরচে সিম সক্রিয় রাখতে চান।

আরও পড়ুনঃ বাজিমাত BSNL এর, ফ্রিতে মোবাইলে দেখুন ৪৫০ টিভি চ্যানেল

বিএসএনএল এর এই প্ল্যানের দাম ৭৯৭ টাকা। এই প্ল্যানের সাথে ৩০০ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এর অর্থ আপনি ৮০০ টাকারও কম খরচে পুরো ১০ মাস রিচার্জ করার ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন। আর যেমনটা আগেই বলেছি যে, আপনি যদি কম খরচে আপনার সিমটি দীর্ঘ দিন ধরে সক্রিয় রাখতে চান তবে এটি সেরা প্ল্যান হতে পারে।

READ MORE:  OLA-র প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ! এক চার্জে ৫০০ কিমি রেঞ্জ, দাম শুনলে চমকে যাবেন

কলিং ও ডেটা বেনিফিট

বিএসএনএল গ্রাহকরা ৭৯৭ টাকার এই প্ল্যানে প্রথম ৬০ দিন যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা পাবেন। এই সময়ে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি ডেটা উপভোগ করতে পারবেন। অর্থাৎ ৬০ দিনে ১২০ জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করা যাবে। বিনামূল্যে কলিং এবং ডেটার পাশাপাশি, আপনি প্রথম ৬০ দিনে প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস পাবেন। যদিও এরপর আর কোনো সুবিধা পাওয়া যাবে না। তবে সিমে কল আসবে। আপনি কল করতে চাইলে বা ইন্টারনেট ব্যবহার করতে চাইলে টকটাইম ভাউচার বা ডেটা ভাউচার রিচার্জ করতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Vivo T3 Pro 5G Price: খুশির খবর, প্রায় ১০ হাজার টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরার Vivo T3 Pro 5G স্মার্টফোন | Vivo T3 Pro 5G Price Drop 10000 with 50MP Sony Camera

Scroll to Top