দুঃসময়ে খুশির হওয়া ইস্টবেঙ্গলে! দীর্ঘ চোট কাটিয়ে মাঠে ফিরলেন মশালবাহিনীর দুই সেনা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দায়িত্ব অস্কার ব্রুজোর কাঁধে চাপিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন লাল হলুদের হেড স্যারেরা। চলতি ISL-এ ইস্টবেঙ্গলকে জয়ের মুখও দেখিয়েছিলেন কোচ অস্কার। সেই মতো ছন্দ নিয়ে শত্রু শিবিরে জোরালো আঘাত হানতে শুরু করে লাল হলুদ। তবে সেই শক্তি বেশিদিন স্থায়ী হয়নি। ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানো চক্ষুশূল হয়েছিল বাকিদের কাছে। আর এরপরই ছন্দ কাটে লাল হলুদের। কলকাতা ময়দানের প্রধান দলে জেঁকে বসে চোট-আঘাত। যন্ত্রণার কাছে মাথা নুইয়ে একে একে মাঠ ছাড়েন লাল হলুদের ভরসার কাঁধেরা।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

তবে তা সত্ত্বেও কেরালার ম্যাচে ক্ষত নিয়েই জয় পেয়েছে ইস্টবেঙ্গল। শেষবারের মতো চেন্নাইয়িন এফসির বিপক্ষেও রুখে দাঁড়িয়েছিলেন তারা। এহেন আবহে কঠিন লড়াইয়ের মাঝে খুশির খবর পেল লাল হলুদ। চোট কাটিয়ে মাঠে ফিরলেন দুই তাবড় তারকা।

READ MORE:  India Vs New Zealand: বাদ দুজন, অধিনায়ক গিল! নিউজিল্যান্ডের বিরুদ্ধে বদলাবে টিম ইন্ডিয়া, দেখুন সম্ভাব্য একাদশ | Team India Possible Playing XI

চোট-আঘাতে ক্লান্ত দলে ফিরলেন তাবড় তারকা

চলতি ISL মরসুমে চোট যন্ত্রণায় কাহিল দল নিয়ে ঘুরে দাঁড়ানো একপ্রকার অসম্ভব হয়ে উঠেছিল ইস্টবেঙ্গলের কাছে। ঠিক সেই মোক্ষম সময়ে, দলে চোটগ্রস্ত খেলোয়াড়ের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। বহু ভরসাযোগ্য খেলোয়াড়ের সঙ্গ হারায় ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের প্রথমদিকে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলতে নেমে ছিটকে গিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো।

READ MORE:  Watch England vs Australia 1st ODI Highlights

যেই ঘটনা ইস্টবেঙ্গলকে বিরাট ধাক্কা দিয়েছিল। জানা যাচ্ছে, দুর্বল পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন এই বিদেশি। গত মাসের প্রথম সপ্তাহেই শহরে এসেছেন তিনি। তবে তড়িঘড়ি তাকে দলে ভেড়ানো ঠিক হবে না তা বুঝেছিলেন লাল হলুদ কোচ অস্কার। খেলোয়াড়ের শারীরিক অবস্থা খতিয়ে দেখে অবশেষে তাকে দলে নিল ইস্টবেঙ্গল। সূত্রের খবর, চেন্নাইয়ের ম্যাচের আগেই বল পায়ে অনুশীলনে ফিরেছিলেন ক্রেসপো।

অনুশীলনে ফিরেছেন আরও এক লাল হলুদ তারকা

বর্তমানে দলের জার্সি গায়ে ফের মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন বিদেশী মিডফিল্ডার ক্রেসপো। তবে এখানেই থেমে থাকছে না, লাল হলুদের খুশির হাওয়া। ইস্টবেঙ্গলের এক সূত্র বলছে, সল এক নন দীর্ঘ চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লাল হলুদের পুরনো সৈনিক মহম্মদ রকিপও। কাজেই আসন্ন ম্যাচ গুলিতে ইস্টবেঙ্গলকে যে আর রক্ষণভাগ নিয়ে বাড়তি চাপ নিতে হবে না এ কথা বলাই যায়।

READ MORE:  India Vs Bangladesh: গুঁড়িয়ে যাবে শচীন, বুমরাহর রেকর্ড! বাংলাদেশের ম্যাচে এই অলৌকিক ঘটনা ঘটাবেন শামি | May Mohammed Shami Breaks Sachin Tendulkar Jasprit Bumrah's Record

অবশ্যই পড়ুন: বরুণ চক্রবর্তীর এন্ট্রিতে বদলে যাবে টিম ইন্ডিয়া, প্রথম একাদশ সাজাতে হিমশিম খাচ্ছেন রোহিত?

Scroll to Top