স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে এন্ট্রি নেবে Samsung Galaxy A36 5G, থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

মিড রেঞ্জের নতুন স্মার্টফোন আনতে যাচ্ছে Samsung। এই ফোনটি Galaxy A35 5G এর উত্তরসূরি হবে। সংস্থার এই নতুন ডিভাইসের নাম রাখা হবে Samsung Galaxy A36 5G। এটি চলতি বছরের প্রথমার্ধে লঞ্চ হতে পারে। স্মার্টফোনটির অফিসিয়াল সাপোর্ট পেজ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। এছাড়াও, গ্লোবাল সার্টিফিকেশন ফোরামের (জিসিএফ) ওয়েবসাইটেও Galaxy A36 5G মডেলকে দেখা গেছে।

এই লিস্টিং থেকে ফোনটির মডেল নম্বর জানা গেছে। এছাড়া আশা করা হচ্ছে যে আসন্ন Samsung Galaxy A36 5G স্ন্যাপড্রাগন চিপসেটের সাথে আসবে এবং এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। স্যামসাংয়ের সংযুক্ত আরব আমিরাতের ওয়েবসাইটের সাপোর্ট পেজে SM-A366B/DS মডেল নম্বর সহ ডিভাইসটি অন্তর্ভুক্ত হয়েছে। বলার অপেক্ষা রাখে না যে, স্মার্টফোনটি ডুয়েল সিম সাপোর্টের সাথে আসবে।

READ MORE:  এই Samsung ফোন ব্যবহারকারীদের মাথায় বাজ, অ্যান্ড্রয়েড ১৫ হতে যাচ্ছে শেষ আপডেট | Samsung Galaxy Smartphone Get Last Android 15 Update

Samsung Galaxy A36 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর বা স্যামসাং এক্সিনোস ১৩৮০ চিপসেটের পরিবর্তে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হতে পারে।

READ MORE:  Samsung Galaxy A36 A56 Launch Date: লঞ্চের আগেই দাম ফাঁস, Samsung Galaxy A56 ও Galaxy A36 কিনতে কত খরচ হবে | Samsung Galaxy A36 A56 Price in India

এটি ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক স্যামসাং ওয়ান ইউআই ৭.০ কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ৫জি ডিভাইসের পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সামনে সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য পাওয়া যেতে পারে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংও সাপোর্ট করবে।

Scroll to Top