লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Who Is Mohini Mohan Dutta: রতন টাটার উইলে নাম, পেয়েছেন ৫০০ কোটির সম্পত্তি! কে এই মোহিনী মোহন? | Ratan Tata Will Mohini Mohan Dutta Name

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: ২০২৪ সালের অক্টোবর মাসটা ভারতবাসী হয়তো কোনোদিনও ভুলতে পারবেন না। কারণ এদিন দেশ একজন মহান ব্যক্তিকে হারায় যিনি অন্যকে সাহায্য করার জন্য তার পুরো জীবন উৎসর্গ করে দিয়েছিলেন।এমনকি তার মৃত্যুর পরেও তাকে নিয়ে প্রতিদিন আলোচনা অব্যাহত রয়েছে। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন, আজ কথা হচ্ছে রতন টাটাকে নিয়ে। রতন টাটার (Ratan Tata) মৃত্যুর পর থেকে একটি বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠছে আর সেটা হল তার ফেলে যাওয়া বিপুল সম্পত্তির উত্তরাধিকারী কে হবেন? আজকের এই প্রতিবেদনে আলোচনা হবে রতন টাটার ৫০০ কোটি টাকার সম্পত্তির মালিক কে হবে।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

রতন টাটার ৫০০ কোটি টাকার উত্তরাধিকারী কে?

২০২৪ সালের ৯ অক্টোবর প্রয়াত হন রতন টাটা। তার মৃত্যুর পর থেকে তার বিপুল বিষয় সম্পত্তির উত্তরাধিকারী কে হবেন তা নিয়ে চলছে আলোচনা। জানা যাচ্ছে, এবার রতন টাটার এস্টেটে প্রায় ৫০০ কোটি টাকার শেয়ার পেতে পারেন এমন এক ‘রহস্যময় মানুষ’-এর উল্লেখ করে নতুন রিপোর্ট সামনে এসেছে।

READ MORE:  Gold And Silver Price Today: অক্ষয় তৃতীয়ার আগে ঝটকা, ফের বাড়ল সোনা ও রুপোর দাম! দেখুন আজকের রেট | 27 APR Gold, Silver Price

এক রিপোর্ট অনুসারে, রতন টাটা তার ৫০০ কোটি টাকার সম্পত্তি রতন টাটা এবং তার পরিবারের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত মোহিনী মোহন দত্তকে উইল করেছেন।রতন টাটার উইলে মোহিনীমোহন দত্তকে তাঁর অন্যতম উত্তরাধিকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এই টাকা পাওয়া সহজ হবে না মোটেও। এই পরিমাণটি কেবল হাইকোর্টের প্রবেট এবং শংসাপত্রের মধ্য দিয়ে যাওয়ার পরে তাকে দেওয়া হবে। গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় ৬ মাস সময় লেগে যাবে।

READ MORE:  ছিলেন রতন টাটার ছায়াসঙ্গী! টাটা গোষ্ঠীর গুরুত্বপূর্ণ পদ পেলেন, 'বেস্ট ফ্রেন্ড' শান্তনু নায়ডু

মোহিনী মোহন দত্ত কে? Who Is Mohini Mohan dutta?

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে টাটার এহেন বিপুল সম্পত্তির পাওয়া মোহিনী মোহন দত্ত কেন? মোহিনী মোহন দত্ত জামশেদপুরের একজন উদ্যোক্তা এবং স্ট্যালিয়ন কোম্পানির সহ-মালিক। স্ট্যালিয়ন পরে টাটা পরিষেবাদির অংশ হয়ে ওঠে। স্ট্যালিয়ন টাটা সার্ভিসেসে একীভূত হওয়ার আগে, মোহিনী মোহন দত্ত এই সংস্থায় ৮০% শেয়ার রেখেছিলেন, যখন টাটা সার্ভিসেস বাকি ২০% শেয়ার রেখেছিল।

মোহিনী মোহন দত্ত রতন টাটার শেষকৃত্যের সময় প্রকাশ করেছিলেন যে তিনি এবং রতন টাটা একে অপরকে বহু বছর ধরে চেনেন এবং তারা প্রথম জামশেদপুরে ডিলারদের হোস্টেলে দেখা করেছিলেন যখন তারা মাত্র ২৪ বছর বয়সী ছিলেন। তবে রতন টাটার উইলে মোহিনী মোহন দত্তের নাম উঠে এলে অনেকেই তাঁর সম্পর্কে জানতে পারেন। এর আগে মানুষ তার নাম শোনেনি।

READ MORE:  অ্যাপলের নয়া চমক, একসঙ্গে আসছে iPhone SE 4, Macbook Air M4- সহ একাধিক প্রোডাক্ট

টাটা পরিবার ঘনিষ্ঠ মোহিনী মোহন দত্ত

টাটা গোষ্ঠীর অন্দরের খবর, মোহিনী মোহন দত্ত বরাবরই নিজেকে রতন টাটার পরিবারের ঘনিষ্ঠ বলে দাবি করে এসেছেন। সম্প্রতি সংবাদমাধ্যমকে মোহিনী মোহন দত্ত জানিয়েছেন, রতন টাটা তাঁকে সাহায্য করেছেন এবং সক্ষম করে তুলেছেন। মনে করা হয়, রতন টাটার সঙ্গে দত্তের সম্পর্ক প্রায় ছয় দশকের পুরনো। জানা গিয়েছে, গত ডিসেম্বরে রতন টাটার জন্মদিন সেলিব্রেশনে মোহিনী মোহন দত্তকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.