রবিবার ভোর থেকেই কলকাতায় বন্ধ একাধিক রাস্তা, ঘোরানো হবে ট্রাফিক! দেখে নিন লিস্ট

শ্বেতা মিত্র, কলকাতা: রাত গড়ালেই কলকাতা পুলিশ (Kolkata Police) আয়োজিত ম্যারাথন। সে জন্য কলকাতার একাধিক গুরুত্বপুর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কিছু রাস্তায় নিষিদ্ধ করা হতে পরে গাড়ি চলাচল। ঘুরিয়ে দেওয়া হতে পারে ট্র্যাফিকের গতিপথ। সেই সঙ্গে পার্কিং ব্যবস্থা নিয়েও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রবিবার ম্যারাথন। সেই উপলক্ষে শনিবার থেকেই ট্র্যাফিক ব্যবস্থায় কিছু বদল করার সম্ভাবনা রয়েছে।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

একাধিক রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল

সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৪:০০ টা থেকে বেলা ১২:০০ টা পর্যন্ত বেশ কয়েকটি প্রধান সড়কে সকল ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হবে। এই প্রধান সড়কগুলোর মধ্যে থাকবে আর আর অ্যাভেনিউ, খিদিরপুর রোড, এজেসি বোস রোড। ম্যারাথন রবিবার। তবে প্রস্তুতির জন্য শনিবার রাত থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

READ MORE:  চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, এ সপ্তাহে মহা দুর্যোগ! অ্যালার্ট জারি IMD-র

কলকাতার যেই রাস্তাগুলো বন্ধ থাকবে, ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হবে

রেড রোড সহ ময়দান সংলগ্ন এলাকার বিভিন্ন সড়কে ট্রাফিক ব্যবস্থায় কড়াকড়ি থাকবে আজ রাত ৮টা থেকে পরের দিন দুপুর ১২ টা পর্যন্ত। রাস্তা বন্ধ থাকার কারণে ঘুরিয়ে দেওয়া হবে ট্রাফিক। ডাইভারশনের কারণে যাতে গাড়ি চলাচলে সমস্যা না হয় সে জন্য সমস্ত রকম প্রস্তুতি নিয়েই রাস্তায় থাকবে পুলিশ। জানা গিয়েছে, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট হয়ে যে গাড়িগুলো দক্ষিণমুখী যাবে, সেই গাড়িগুলোকে এসপ্ল্যানেড রো ইস্টের দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। যে গাড়িগুলো মা ফ্লাইওভার ও খিদিরপুর রোড দিয়ে যাওয়ার কথা, সেই গাড়িগুলোকে অন্য কোনো রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে।

READ MORE:  Weather Today: উর্দ্ধমুখী তাপমাত্রার মধ্যেই ২ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে মঙ্গলবারের আবহাওয়া? | South Bengal Winter North Bengal Rain Forecasting

সতর্কতা মোডে পুলিশ

ডাইভারশনের কারণে যাতে যানজট না হয়, সে জন্যও সতর্ক থাকবে পুলিশ। এই দিন পার্কিং নিয়েও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। ম্যারাথন শুরু হবে ভোর সরে ৪ টে নাগাদ। সেই সময় থেকে শুরু করে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত শহরের যত্রতত্র গাড়ি পার্ক করা যাবে না। অনুষ্ঠান চলাকালীন গাড়ি পার্ক করা যাবে না খিদিরপুর রোড, আরআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড সহ আশেপাশের একাধিক এলাকায়।

READ MORE:  বড় আপডেট! বাজারে আসছে নতুন ৫০ টাকার নোট, তবে কি এবার বাতিল হবে পুরনো ৫০? কি জানাচ্ছে আরবিআই?
Scroll to Top