বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। নির্ধারিত সময়ে মাঠে গড়াবে বহু প্রতীক্ষিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট। এহেন আবহে আইসিসি টুর্নামেন্ট নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar)।
আমাদের সাথে যুক্ত হন
Join Now
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে 4 দলের ভবিষ্যৎ নির্ধারণ করেছেন এই পাক তারকা। কিংবদন্তি ক্রিকেটারের মতে এই 4 দলই চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠবে। খেলোয়াড়ের পছন্দের তালিকায় নাম রয়েছে ভারত-পাকিস্তানসহ আরও দুই দেশের।
আখতারের তালিকায় নাম নেই অস্ট্রেলিয়ার
পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি পেসার শোয়েব আখতারের মতে, 2023 সালের আইসিসি ওডিআই বিশ্বকাপের শীর্ষ 8 দল আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করছে। তবে তাদের মধ্যে ভারত ও পাকিস্তান দুর্দান্ত ফর্মে রয়েছে। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে এই দুই দলই সেমিফাইনালে ওঠার যোগ্যতা রাখে।
আগত আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনালে দৌড়ে এই দুই দল ছাড়াও আফগানিস্তানকে পছন্দের তালিকায় জায়গা দিয়েছেন শোয়েব। প্রাক্তন খেলোয়াড়ের বক্তব্য, আফগানিস্তান তাদের ক্ষমতা ধরে রাখতে পারলে চ্যাম্পিয়নস ট্রফির সেমি ফাইনালে জায়গা করে নেবে।
তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, পাকিস্তানের অন্যতম ধুরন্ধর পেসার শোয়েব আখতার চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার যোগ্য দলগুলি তালিকায় অস্ট্রেলিয়াকে রাখেননি। বরং অজিদের বিকল্প হিসেবে আফগানিস্তানকে আসন্ন টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার জন্য যোগ্য বলে দাবি করেছেন।
দুর্দান্ত ফর্মে রয়েছে আফগানিস্তান
বিগত আইসিসি টুর্নামেন্ট গুলিতে দলকে অসাধারণ পারফরমেন্স উপহার দিয়েছেন আফগানিস্তানের ছেলেরা। যার জেরে 2023 ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিল আফগানিস্তান। বলে রাখা ভাল, আন্তর্জাতিক স্তরে শক্তিশালী দল গুলিকে হারিয়ে নিজেদের অসামান্য দক্ষতার প্রমাণ দিয়েছেন আফগানরা। সেই সূত্র ধরেই পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব মনে করছেন, আসন্ন আইসিসি মিনি ওয়ার্ল্ডকাপেও অন্যান্য দলগুলির ওপর ভারী হয়ে উঠতে পারে আফগানিস্তান।
অবশ্যই পড়ুন: চেন্নাইয়ের ফাঁদে পা দিয়ে অঘটন, কোন অঙ্কে প্লে-অফে যাবে ইস্টবেঙ্গল? দেখুন সমীকরণ
ফাইনাল খেলবে ভারত-পাকিস্তান!
19 ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে বহু প্রতীক্ষিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের যাত্রা শুরু হবে। পরের দিন অর্থাৎ 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারতের ছেলেরা। তবে এই ম্যাচের থেকেও ভারতীয় সমর্থকরা যে দিনের জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন তা হলো 23 ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ।
এই ম্যাচেই দীর্ঘ ঘাত প্রতিঘাত পেরিয়ে আবারও দুই চির প্রতিদ্বন্দ্বী দলের ছেলেরা একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাবেন। তবে ম্যাচ শুরুর বহু আগেই তার ভবিষ্যৎ বাতলে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার।
খেলোয়াড়ের মতে, এই ম্যাচে ভারতকে হারিয়ে সহজ জয় তুলবে তাঁর দল পাকিস্তান। প্রাক্তন পাক তারকা আরও জানান, এই ম্যাচ ছাড়াও চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলতে দেখা যাবে ভারত এবং পাকিস্তানকে। তাঁর দাবি, আমার মনে হয় এই টুর্নামেন্টের ফাইনালে এই দুই প্রতিদ্বন্দ্বী দলের খেলা উচিত।
উল্লেখ্য, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে শোয়েব 4 সেমিফাইনালিস্টের কথা বলেছেন ঠিকই তবে ভারত-পাকিস্তান ম্যাচের ভবিষ্যদ্বাণী থেকে শুরু করে ফাইনাল নিয়ে দীর্ঘ আশাবাদী মন্তব্য করলেও ফাইনালের দৌঁড়ে এগিয়ে থাকা সম্ভাব্য 4 নম্বর দলটির নাম নেননি আখতার।