লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ফেব্রুয়ারিতে বাম্পার অফার, ১৫,০০০ টাকা ছাড় মিলছে সুজুকির জনপ্রিয় মোটরবাইকে

Published on:

জাপানি কোম্পানি সুজুকির অন্যতম সেরা মজবুত অ্যাডভেঞ্চার বাইক V-Strom SX। সম্প্রতি সেই বাইকের উপর একঝাঁক অফার ঘোষণা করেছে কোম্পানি। এই অফারের অধীনে, ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। শুধু তাই নয়, পুরনো বাইক এক্সচেঞ্জ করে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। কোম্পানি আরও জানিয়েছে, এই বাইকের ১০০ শতাংশ দামের উপর লোন পাওয়া যাবে। বিশদ জানতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট বা নিকটবর্তী শোরুমে যোগাযোগ করতে পারেন।

READ MORE:  বাজার কাঁপাচ্ছে সুজুকির লিজেন্ডারি বাইক, ফেব্রুয়ারিতে বিক্রির রেকর্ড গড়ল হায়াবুসা

Suzuki V-Strom SX বাইকের স্পেসিফিকেশন

সুজুকির দেওয়া তথ্য অনুসারে, V-Strom SX-এ রয়েছে ২৫০ সিসি অয়েল-কুলড ইঞ্জিন এবং সুজুকি অয়েল কুলিং সিস্টেম (SOCS) প্রযুক্তি। এই ইঞ্জিনটি ২৬ হর্সপাওয়ার এবং ২২.২ এনএম পিক টর্ক উৎপন্ন করে। রয়েছে ছয় স্পিড ট্রান্সমিশন। বাইকের ওজন ১৬৭ কেজি। কোম্পানির দাবি, যে V-Strom SX বাইকটি সফলভাবে পাকা এবং কাঁচা রাস্তা উভয়ই জায়গাতেই পরীক্ষা করা হয়েছে।

বাইকে রয়েছে ডুয়াল-পারপাস সেমি-ব্লক প্যাটার্ন টায়ার। সামনে ১৯ ইঞ্চি ও পেছনে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল বর্তমান। মিলবে টিউবলেস টায়ার। টেলিস্কোপিক ফর্ক, মোনোশক সাসপেনশন ও দুই চাকায় ডিস্ক ব্রেক আছে। ব্লুটুথ কানেক্টিভিটি সহ এলসিডি কনসোল, এলইডি হেডল্যাম্প, টেল ল্যাম্প ও ইউএসবি চার্জার পাবেন এতে।

READ MORE:  Hero Xtreme 160R 4V Mileage: দেশের একমাত্র ১৫০ সিসি মোটরসাইকেল যা প্রতি লিটারে ৫০ কিলোমিটার মাইলেজ দেয় | Best Fuel Efficient Bike

Suzuki V-Strom SX-এর জাতীয় রেকর্ড

Suzuki V-Strom SX গত বছর ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার সময় টাংলাং লা থেকে তার রেকর্ড-ব্রেকিং অভিযান শুরু করে। ১২ সেপ্টেম্বর, সফলভাবে দুপুর ১টায় উমলিং লা-তে পৌঁছায়। মাত্র ১৮ ঘন্টার ব্যবধানে মোট ৭৮০ কিলোমিটার যাত্রাপথ নির্ধারণ করে বাইকটি। এই রুটে ছিল নয়টি উল্লেখযোগ্য পর্বত গিরিপথ, বিশেষ করে ১৭,৫৮২ ফুটে খারদুং লা, ১৯,০২৪ ফুটে উমলিং লা এবং ১৮,৩১৪ ফুটে মার্সিমিক লা। ছয়টি দক্ষ রাইডারের একটি দল তিনটি ধাপে যাত্রা করেছে।

READ MORE:  রাস্তার উপরে পাখির মতো উড়ে গেল উড়ন্ত গাড়ি, ভাইরাল ভিডিয়ো দেখে অবাক সবাই

Suzuki V-Strom SX- এর দাম

ভারতে এই মোটরসাইকেলের দাম ২.১৬ লাখ টাকা এক্স-শোরুম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.