2029 সাল পর্যন্ত পাওয়া যাবে সফটওয়্যার আপডেট, সুখবর দিল এই স্মার্টফোন ব্র্যান্ড

স্পেসিফিকেশন ও ফিচার্স ছাড়াও, একটি ফ্ল্যাগশিপ ফোনের অন্যতম আকর্ষণ হল অতিরিক্ত সফটওয়্যার আপডেট ও সিকিউরিটি প্যাচ। সাধারণ ফোনের তুলনায় একটি দামি প্রিমিয়াম স্মার্টফোনে অনেক বছর ধরে অ্যান্ড্রয়েড আপগ্রেড পাওয়া যায়। এবার একধাপ এগিয়ে iQOO তাদের পুরনো ফ্ল্যাগশিপ ফোনের জন্য সফটওয়্যার সাপোর্টের মেয়াদ বাড়িয়ে দেওয়ার ঘোষণা করল।

২০২৩ সালের নভেম্বরে বাজারে আসা iQOO 12 মডেলটির অ্যান্ড্রয়েড এবং নিরাপত্তা আপডেটের মেয়াদ ১ বছর বাড়িয়ে দিয়েছে সংস্থা। সফটওয়্যার সাপোর্ট ২০২৮ সাল পর্যন্ত স্থায়ী ছিল, কিন্তু এখন সেটা ২০২৯ সাল পর্যন্ত চলবে। ডিভাইসটিতে চারটি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড ও পাঁচ বছর সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

READ MORE:  দাম কমলো সমস্ত আইফোনের, Flipkart Big Saving Days সেলে বিরাট সস্তায় iPhone 13 থেকে iPhone 16

আইকিউ ইন্ডিয়া তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) প্রোফাইল থেকে পোস্ট করে জানিয়েছে, “আমরা আমাদের ব্যবহারকারীদের জন্য অত্যাধুনিক কর্মক্ষমতা, নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা এবং দীর্ঘমেয়াদী মূল্য প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই আপডেট করা নীতি আপনার ডিভাইসটিকে সুরক্ষিত, আপ-টু-ডেট এবং আগামী বছরগুলিতে মসৃণভাবে চালানোর জন্য আমাদের নিষ্ঠার প্রতিফলন ঘটায়।”

স্পেসিফিকেশনের কথা বললে, iQOO 12 স্মার্টফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০+, ৩০০০ নিট পিক ব্রাইটনেস এবং ফুল-এইচডি+ রেজোলিউশন সহ ৬.৭৮-ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, ১৬ জিবি + ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ কনফিগারেশন, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ ওয়াট সুপারফাস্ট চার্জিং, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, স্টিরিও স্পিকার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রভৃতি রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  7000mAh ব্যাটারি ও দুর্ধর্ষ প্রসেসর নিয়ে বাজারে ঝড় তুলতে আসছে iQOO 15 Pro

Scroll to Top