প্রীতি পোদ্দার, শিলিগুড়ি: ফের আরও একবার UPSC Exam এর মতো সর্বভারতীয় স্তরের পরীক্ষায় বিরাট সাফল্য অর্জন করল বাংলা। নজিরবিহীন সেই স্বীকৃতি লক্ষ লক্ষ প্রার্থীর মধ্যে নিজের মুঠোয় মুহূর্তের মধ্যে পুরে নিল এক বঙ্গ তনয়। যদিও এর আগে এরাজ্যের একাধিক কৃতী সন্তান UPSC-র মতো কঠিন সর্বভারতী স্তরের পরীক্ষায় দারুণ সাফল্য পেয়ে বাংলার মুখ গোটা ভারতের কাছে উজ্বল করেছে। আর এবার সেই তালিকায় নাম জুড়ল আরও এক কৃতি বাঙালি ছাত্র শিলিগুড়ির জয়দীপ রায়।
আমাদের সাথে যুক্ত হন
Join Now
বাজিমাত করল বাংলার ছেলে
শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ রায় শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে তার পড়াশোনা শেষ করেছে। এবং উচ্চশিক্ষার জন্য কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল সে। এরপর মুম্বাই IIT থেকে পড়াশোনা শেষ করেন তিনি। পরবর্তীতে ইউপিএসসি পরীক্ষা দেন, আর সেই পরীক্ষাতেই মারাত্মক বাজিমাত করে ফেলেন তিনি। গোটা দেশের মধ্যে তিনি হয়েছেন প্রথম। আর এই খবর প্রকাশ্যে আসতেই শিলিগুড়ি তো বটেই গোটা বাংলা জুড়ে যেন এক খুশির মহড়া তৈরি হয়েছে।
সংবর্ধিত হল জয়দীপ
জানা গিয়েছে ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সাম ২০২৪ এ সারা ভারতে প্রথম স্থান অধিকার করে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির ছেলে জয়দীপ রায়। এই অসামান্য প্রতিভাকে সন্মান জানাতে তাই এই মেধাবী ছাত্রকে সংবর্ধিত করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও দেখা গিয়েছে এই উত্তেজনা। এদিন গৌতম দেব জানিয়েছেন যে, “জয়দীপ এর এই এত বড় সাফল্যকে সম্মান জানাতে পেরে বেশ ভালো লাগছে আমার। বাংলার বুকে রাজ্যের প্রতিটি কোণায় এখনও যে অসংখ্য মেধাবী ছাত্র ছাত্রী মাথা উঁচু করে রয়েছে, এটা তার প্রমাণ।”
এত ভালোবাসা, এত সম্মান এবং এত সমিহা দেখে বেশ আপ্লুত জয়দীপ রায়। তিনি এই বিষয়ে বলেন “এই সম্মান পেয়ে আমি খুবই গর্ব অনুভব করছি। খুব খুশি হয়েছি শিলিগুড়ির মেয়রের হাত থেকে সংবর্ধনা পেয়ে। আমার পরিবারও বেশ খুশি আমার এই পরীক্ষার রেজাল্টে জেনে।” নতুন কর্মক্ষেত্রে প্রবেশ করা নিয়েও বেশ খুশি জয়দীপ। তিনি নতুন প্রজন্মকে এইধরনের সর্বভারতীয় স্তরে পরীক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে জানিয়েছেন যে, সারাবছর ধরে প্রস্তুতি ঠিকঠাক নিতে পারলে অবশ্যই এই কঠিন পরীক্ষায় সাফল্য লাভ হবেই।