লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বাংলায় নতুন ৬ লেনের এক্সপ্রেসওয়ে, জুড়বে রক্সৌল-হলদিয়া ও গোরক্ষপুর-শিলিগুড়ি

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিহার (Bihar) এবং পশ্চিমবঙ্গ (West Bengal) উভয় রাজ্যের বাসিন্দাদের জন্য সুখবর! খুব শীঘ্রই বিহারের রক্সৌল থেকে হলদিয়া ও গোরক্ষপুর থেকে শিলিগুড়ি এক্সপ্রেসওয়ের কাজে হাত লাগাবে কেন্দ্রীয় সরকার। বেশকিছু রিপোর্ট মারফত খবর, চলতি মাসেই ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক রক্সৌল-হলদিয়া এবং গোরক্ষপুর-শিলিগুড়ি বাণিজ্যিক এক্সপ্রেসওয়ের কাজের সারিবদ্ধকরণ চূড়ান্ত করবে। বহু আগেই পাটনা থেকে বাংলাগামী এই রুট নিয়ে দফায় দফায় বৈঠকে বসেছে সড়ক পরিবহন মন্ত্রক। অবশেষে বিহারের সাথে বাংলাকে নতুনরুটে যোগ করার স্বপ্ন পূরণ হতে চলেছে।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

বিহার এক্সপ্রেসওয়ের রুট পর্যালোচনার দায়িত্বে থাকবে MoRTH কমিটি?

আগেই প্রশাসনের তরফে জানানো হয়েছিল, কেন্দ্রীয় সরকারের সড়ক প্রকল্পের আওতায় খড়্গপুর-মোড়গ্রাম, রক্সৌল-হলদিয়া এবং গোরক্ষপুর-শিলিগুড়ির মতো আর্থিক করিডর তথা এক্সপ্রেসওয়ে তৈরির কথা। সেই সাথে রাজ্যের রঘুনাথপুর থেকে ডানকুনি, ডানকুনি থেকে তাজপুরসহ ডানকুনি থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে তৈরির নিয়েও দীর্ঘ আলোচনা চলছিল।

READ MORE:  মিড ডে মিলের বরাদ্দ বাড়াল কেন্দ্র! তবে অখুশি শিক্ষামহল, নেপথ্যে কারণ কী?

এবার সেই সূত্র ধরেই নীতিশ কুমারের রাজ্যের সাথে নতুন রুটে জুড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এখনও পর্যন্ত যা খবর, রক্সৌল-হলদিয়া এবং গোরক্ষপুর-শিলিগুড়ি এক্সপ্রেসওয়ের প্রস্তাবিত রুট গুলি নিয়ে দীর্ঘ পর্যালোচনা করবে MoRTH কমিটি। মনে করা হচ্ছে, এই হাইওয়ে মূলত বিহারের সাথে বাংলাসহ 3 প্রতিবেশী রাজ্যকে জুড়ে দেবে।

দুই রাজ্যের বাণিজ্য বৃদ্ধি করবে রক্সৌল-হলদিয়া এক্সপ্রেসওয়ে

বিহারের সাথে বাংলার হলদিয়া বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করার উদ্দেশ্যে রক্সৌল-হলদিয়া এক্সপ্রেসওয়ের ওপর বিশেষ জোর দিচ্ছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। সূত্র বলছে, এই এক্সপ্রেসওয়ে পুরোপুরি তৈরি হয়ে গেলে বিহারের সাথে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক ভিত আরও মজবুত হবে। একই সাথে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের অনুমোদনে রক্সৌল-হলদিয়া এক্সপ্রেসওয়ের প্ল্যান বাস্তবায়িত হলে নেপালের সাথে বাণিজ্য প্রক্রিয়াও সহজ হবে।

READ MORE:  Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডারসহ সমস্ত ভাতার টাকা কবে মিলবে? ঘোষণা হল নতুন তারিখ!

রক্সৌল-হলদিয়া এক্সপ্রেসওয়ের বৈশিষ্ট্য

কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের একটি সূত্র মারফত খবর, বিহারের সাথে বাংলাকে নতুনরুটে যোগকারী রক্সৌল-হলদিয়া হাইওয়েটির দৈর্ঘ্য 650 কিলোমিটার হবে। পাশাপাশি এই এক্সপ্রেসওয়ে বিহারের একাধিক জেলা যেমন, পাটনা, পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারন, মুজাফফরপুর, সরণ, নালন্দা, শেখপুরা, জামুই ও বাঁকার মতো জেলা গুলিকে অতিক্রম করবে। মনে করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর এই এক্সপ্রেসওয়েটি একবার বাংলার সাথে যুক্ত হয়ে গেলে বিহারের অর্থনীতিকে অনেকটাই চাঙ্গা করবে।

গোরক্ষপুর-শিলিগুড়ি এক্সপ্রেসওয়ের হাত ধরে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, গোরক্ষপুর থেকে শিলিগুড়িগামী এক্সপ্রেস রোডটি বিহার এবং বাংলার মধ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটাবে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের অনুমতি পাওয়ার পরই বাংলার সাথে বিহারকে যুক্ত করার কাজ শুরু হবে এই রুটের মাধ্যমে। রিপোর্ট বলছে, এই এক্সপ্রেসওয়ে বিহারের গোরক্ষপুর রিং রোড থেকে শুরু করে পূর্ব চম্পারণ, শিবহার, সীতামারি, দাঁড়ভাঙ্গা, মধুবনী, আরারিয়া থেকে কিশানগঞ্জ অতিক্রম করে পশ্চিমবঙ্গে ঢুকবে।

আরও পড়ুন: সহজ হবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়া, এ বছরই উদ্বোধন দ্বিতীয় ফারাক্কা সেতুর, দিনক্ষণ ঘোষিত

শোনা যাচ্ছে, এই রুটই বিহারের সাথে উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গকে যুক্ত করবে। ইতিমধ্যেই এই এক্সপ্রেসওয়ের প্রস্তাবিত খসড়া MoRTH কমিটির কাছে জমা পড়েছে। উল্লেখ্য, ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গোরক্ষপুর-শিলিগুড়ি ও রক্সৌল-হলদিয়া রুট প্রসঙ্গে আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পরই জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করবে ভারতের জাতীয় পরিবহন মন্ত্রক।

READ MORE:  শিক্ষাক্ষেত্রে অনাচার! ছাত্রের জন্মদিনে ক্লাসেই চলল মদ্যপান, উপস্থিত অধ্যাপিকা
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.