হলুদ সালোয়ার জনপ্রিয় গানে ঝড় তুললেন মুসকান বেবি, ভাইরাল তার নতুন ভিডিও

সোশ্যাল মিডিয়াতে আজকাল জনপ্রিয়তার শিখরে রয়েছেন মুস্কান বেবি। তার প্রতিটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং বর্তমানে তিনি যেন হরিয়ানভি নাচের দুনিয়ায় স্বপ্না চৌধুরীকে অনেকটা বেশি ছাপিয়ে গিয়েছেন। এখনকার দিনে সব থেকে জনপ্রিয় হরিয়ানভিও নৃত্যশিল্পী হয়ে উঠেছেন তিনি। বর্তমানে তার instagram প্রোফাইলেও কিন্তু বহু মানুষ ফলো করেন তাকে। মাঝেমধ্যেই তিনি তার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ instagram এ বিভিন্নভাবে আপলোড করেন। সম্প্রতি তার একটি নতুন রিল ভিডিও পোস্ট করা হয়েছে তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে। এই ভিডিওটিতে তিনি একটি নতুন গানের সঙ্গে দুর্দান্ত নাচ করছেন।

READ MORE:  Sapna Chaudhary: লাল স্যুট পরে বোল্ড ডান্স স্বপ্না চৌধুরীর, টাকার বর্ষণ করলেন কাকা

হলুদ পোশাকে দুরন্ত নাচ করলেন মুস্কান বেবি

এই ভিডিওতে মুসকানকে দেখা যাচ্ছে একটি মেরুন রঙের পোশাক পরে নাচ করতে। এই ভিডিওতে তার পরনে রয়েছে একটি হলুদ রঙের সালোয়ার কামিজ। এই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে একটি জনপ্রিয় হরিয়ানভী গান মিরচি গানের সঙ্গে তিনি নাচ করেছে। তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়েছে এবং বহু মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। বর্তমানে তার এই নাচের ভিডিওতে হাজার হাজার লাইক পড়েছে এবং বহু মানুষ এই নাচের ভিডিওতে কমেন্ট করেছেন।

READ MORE:  মাত্র ১১ টাকায় বিক্রি হয়েছিল অরিজিতের জনপ্রিয় একটি গান! কোন গান জানেন?

ভাইরাল হলো এই ভিডিও

এই ভিডিওটি বর্তমানে instagram এ দারুন জনপ্রিয় হয়েছে এবং ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই ভিডিও দেখেছেন। ইতিমধ্যেই ৩০০০ এর ওপর মানুষজন এই ভিডিও লাইক করেছেন এবং অনেকেই ভিডিওতে করেছেন কমেন্ট। সবার এই ভিডিও খুব পছন্দ হয়েছে এবং এই গানের সঙ্গে মুসকানের নাচ সবাইকে আপ্লুত করেছে বলা চলে। আপনি যদি এখনো ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নিন এক্ষুনি।

Scroll to Top