৪০০০ টাকা সস্তা হল Realme GT 6T 5G, অসাধারণ ক্যামেরার সাথে পাবেন শক্তিশালী ব্যাটারি

আপনি যদি ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে দুর্দান্ত পারফরম্যান্সের ফোন খোঁজ করে থাকেন তাহলে Realme GT 6T 5G আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। এই ডিভাইসে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ চিপসেট এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আর এই মুহূর্তে ফোনটি অ্যামাজন ইন্ডিয়ায় বাম্পার ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৮ টাকা। তবে অ্যামাজনে ৩ হাজার টাকার কুপন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

READ MORE:  Realme P3 Pro and Realme P3x Launched: Realme P3 Pro ও Realme P3x ভারতে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 6000mah ব্যাটারির সঙ্গে লঞ্চ হল | Realme P3 Pro and Realme P3x Price in India

আবার ১,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পুরোনো স্মার্টফোন বদলে ২২,৮০০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে উপলব্ধ অতিরিক্ত ছাড় আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির বিনিময় নীতির উপর নির্ভর করবে।

Realme GT 6T 5G ফিচার এবং স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি ৬টি ৫জি যে এই ফোনে ২৭৮০x১২৬৪ পিক্সেল রেজোলিউশনের ৬.৭৮ ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ৬০০০ নিটস পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য রিয়েলমি জিটি ৬টি ৫জি ফোনে এলইডি ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত।

READ MORE:  iQOO Neo 10R 5G: পারফরম্যান্স নিয়ে কম্প্রোমাইজ নয়, লঞ্চের আগে ইউটিউবারদের দিয়ে স্মার্টফোন পরীক্ষা করাবে iQOO | iQOO Test and Certifying Smartphone by YouTuber

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসটির সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্যএইতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ কাস্টম স্কিনে চলে।

Scroll to Top