সব ভালো হবে, রয়েছে বিরাট উন্নতির যোগ! মহাশিবরাত্রির শুভক্ষণে মহাদেবের সুদৃষ্টি রয়েছে এই তিন রাশির ওপর

মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ হিন্দুধর্মীয় উৎসব। মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় এই তিথিতে। শিব পুরাণ অনুযায়ী, এই রাতেই মহা রাতেই দেবাদিদেব তান্ডব নৃত্য করেছিলেন। আবার অনেকে বলেন, এই রাতেই শিব-পার্বতীর বিয়ে হয়।

অন্ধকারকে চিরকালের জন্য দূর করে দেওয়ার জন্য এই ব্রত পালন করা হয়।‌ গঙ্গার জল, দুধ বেল পাতা, আকন্দ ফুল, বেল এই শিব পুজোর অন্যতম উপকরণসমূহ। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই মহা শিবরাত্রির ব্রত পালন করে থাকেন মেয়েরা। বলা হয় শিব ঠাকুরের মতো স্বামী পাওয়ার জন্যই নাকি এই ব্রত পালিত হয়।

READ MORE:  Headless Chicken: বিশ্বের একমাত্র মুরগি, যে কাটা মাথায় বেঁচেছিল ১৮ মাস! টিকিট কেটে দেখত লোকে | Story about Mike the Headless Chicken

কিন্তু তা সঠিক নয়। মহা শিবরাত্রির ব্রত ছেলে- মেয়ে উভয়েই করতে পারেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী তিন রাশির উপর মহাদেবের আশীষ সর্বদা বজায় থাকে। আর তাই মহিলা পুরুষ উভয়েই, বিশেষ করে এই তিন রাশির জাতক-জাতিকারা শিব ঠাকুরের ব্রত পালন করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কোন তিন রাশির উপরে মহাদেবের সদাই সুদৃষ্টি থাকে।

READ MORE:  এখন লক্ষ্মীর ভান্ডারের আবেদনপত্রের স্ট্যাটাস জানা যাবে এক নিমেষেই, জেনে নিন পদ্ধতি

মেষ রাশি- এই রাশির জাতক জাতিকাদের জন্য চলতি বছর খুবই শুভ হতে চলেছে। মহাদেবের আশীর্বাদে বিভিন্ন ক্ষেত্রেই এই রাশির জাতক- জাতিকারা সুসংবাদ পাবেন।‌ অর্থ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই জীবনসঙ্গীর সঙ্গেও সম্পর্ক গাঢ় হবে। চাকরিতে পদমর্যাদা বৃদ্ধির যোগ। শিব ঠাকুরের আরাধনা করলে সমস্ত ইচ্ছে পূরণ হবে।

মকর রাশি – চলতি বছর অত্যন্ত শুভ হতে চলেছে মকর রাশির জাতক-জাতিকাদের জন্যও। চাকরিতে হবে পদোন্নতি। আর্থিক প্রতিপত্তির সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যা দূর হয়ে যেতে পারে।

READ MORE:  Things to See in Maha Kumbh: শুধুই নয় পুণ্যস্নান, মহাকুম্ভে গেলে এই ১২টি স্থান দর্শন করলে স্মৃতি থাকবে আজীবন | 12 Places you Must Visit After MahaKumbh Punya Snan in 2025

সিংহ রাশি- মহাদেবের কৃপা রয়েছে সিংহ রাশির উপরেও। মহাদেবের আশীর্বাদে সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক যোগ রয়েছে। চাকরিতে পদোন্নতি হবে। পারিবারিক জীবন ভালো হবে।

 

Scroll to Top