IOCL Recruitment 2025: IOCL-এ বিপুল নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় মিলবে ৭৮,০০০ বেতন! এখুনি করুন আবেদন | IOCL Non Executive Recruitment 2025

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। ২০২৫ সালের শুরুতেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ইন্ডিয়ান কর্পোরেশন (IOCL Recruitment 2025)। মিলবে মোটা মাইনেও। কী যোগ্যতা থাকলে আবেদন করা যাবে? আর কিভাবেই বা করবেন? আজকের প্রতিবেদনেই রইল সমস্ত খুঁটিনাটি তথ্য।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি | Indian Oil Corporation Recruitment 2025

ভারতের তেল সংশোধন ও বিক্রি করা সংস্থার মধ্যে অন্যতম একটি হল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা IOCL। বছরের শুরুতেই কোম্পানির তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শতাধিক পদের জন্য নিয়োগ করা হবে। সারা ভারত থেকেই এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। কি যোগ্যতা প্রয়োজন ও কিভাবেই বা আবেদন করতে হবে সমস্ত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

শূন্যপদের বিবরণ | IOCL Recruitment 2025 Vacancies |

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২৪৬ পদের নিয়োগ নিয়োগ করা হবে। এর মধ্যে জুনিয়ার অপারেটর (গ্রেড – ১) নেওয়া হবে ২৩৬ জন। জুনিয়ার অ্যাটেন্ডেন্ট (গ্রেড -১, PwBD) পদে ২৩ জন ও জুনিয়ার বিজনেস অ্যাসোসিয়েট পদে (গ্রেড -৩, PwBD) এর জন্য ৭ জন নিয়োগ করা হবে।

READ MORE:  Anganwadi Recruitment 2025: এইট পাসে চাকরি, ৪০ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, জারি বিজ্ঞপ্তি | Ministry of Women and Child Development of India Job

বেতন

IOCL এর নিয়োগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পদের ভিত্তিতে বেতন আলাদা হবে। জুনিয়ার অপারেটর পদের প্রার্থীদের ২৩,০০০ টাকা থেকে ৭৮,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। জুনিয়র অ্যাটেন্ডেন্ট পদের প্রার্থীদের ২৩,০০০ টাকা থেকে ৭৮,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আর জুনিয়ার বিষ্যেস অ্যাটেন্ডেন্ট পদের জন্য ২৫,০০০ টাকা থেকে শুরু করে ১,০৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা | IOCL Recruitment Eligibility

আবেদনকারী প্রার্থীর পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন হবে। যদি জুনিয়ার অপারেটর পদের জন্য আবেদন করতে চান তাহলে নূন্যতম মাধ্যমিক পাশ ও সাথে নির্দিষ্ট ট্রেড আইটিআই করে থাকতে হবে। জুনিয়ার অ্যাটেন্ডেন্ট পদের জন্য ৪০ শতাংশ নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়া যদি জুনিয়ার বিজনেস অ্যাসিস্টেন্ট পদের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে নূন্যতম স্নাতক হবে একইসাথে MS Office এর দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা

নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বয়সসীমাও উল্লেখ করা হয়েছে। নূন্যতম ১৮ বছর হলে তবেই এই শূন্যপদগুলির জন্য আবেদন করা যাবে। আর আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে হবে ২৬ ব্যচর। তবে SC, ST ও OBC প্রার্থীদের জন্য নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে।

READ MORE:  ২ বছরের জন্য বন্ধ হয়ে যাবে আপনার সিম, চালু হল সিম কার্ডের নয়া নিয়ম

নিয়োগের পদ্ধতি

অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে কিভাবে নিয়োগ হবে? এর উত্তরে জানা যাচ্ছে, প্রথমে একটি কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে সমস্ত আবেদনকার প্রার্থীদের। সেখানে পাশ করলে দক্ষতা ও শারীরিক পরীক্ষা নেওয়া হবে। এরপর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে (জুনিয়ার বিজনেস অ্যাসিস্টেন্ট পদের ক্ষেত্রে)। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল চেকিংয়ের পর নিয়োগ দেওয়া হবে।

অনলাইন আবেদনের পদ্ধতি

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের শূন্যপদগুলির জন্য আবেদন করতে চাইলে আপনাকে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন? স্টেপ বাই স্টেপ পদ্ধতি নিচে দেওয়া হলঃ

  • প্রথমেই IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে হবে।
  • সেখান থেকে IndianOil for Careers ট্যাব থেকে Latest Job Opening সেকশনে চলে যেতে হবে। সেখানেই ‘Recruitment of Non-Executive Personnel In Marketing Division 2025’ নোটিফিকেশন দেখা যাবে। এখানে ক্লিক করতে হবে।
  • এবার আপনার সামনে রেজিস্ট্রেশনের পেজটি খুলে যাবে। তারপর সেখানে নিজের নাম, ইমেল আইডি ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • রেজিস্ট্রশন সম্পন্ন হওয়ার পর লগ ইন করে ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিতে হবে।
  • ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে সবটা শুরু থেকে চেক করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর আবেদন ফি জমা দিলেই আবেদন সম্পন্ন হবে।
  • তবে আবেদন করা হয়ে গেলে পেমেন্ট স্লিপ ও ফর্মটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে ভবিষ্যতে ব্যবহারের জন্য।
READ MORE:  NTPC Recruitment 2025: শুরুতেই বেতন ৭০ হাজার, NTPC-তে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ হচ্ছে | NTPC Limited Recruitment

আবেদনের ফি

আপনি যদি IOCL এর এই শূন্যপদগুলির জন্য আবেদন করতে চান তাহলে ৩০০ টাকা আবেদন ফি দিতে হবে। জেনারেল প্রার্থী, ওবিসি ও EWS ক্যাটেগরির প্রার্থীদের আবেদনের জন্য এই ফি দিতে হবে। তবে SC ও ST প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আধার কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • কালার পাসপোর্ট সাইজ ছবি
  • জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)

অফিসিয়াল ওয়েবসাইট লিংক : Official Website

অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক : Official Recruitment Notification

Scroll to Top