Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফির আগে শক্তি হারাল ভারত, চোট নিয়ে ছিটকে যাচ্ছেন বুমরাহ! বিকল্প কে? | Jasprit Bumrah Injury Update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে (ICC Champions Trophy 2025) শক্তি হারালো ভারত! আশঙ্কাকে সত্যি করে নির্ধারিত সময়ের মধ্যে মিনি বিশ্ব কাপের ঘোষিত 15 সদস্যের স্কোয়াডে বদল আনছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সদ্য পাওয়া খবর অনুযায়ী, চোটের কারণে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করাচ্ছেন ভারতের মূল হাতিয়ার জসপ্রীত বুমরাহ। রিপোর্ট বলছে, একেবারেই ফিট নন পেসার। আর সেই কারণেই, মঙ্গলবার চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে তাঁর ছিটকে যাওয়ার সম্ভাবনা আরও বাড়ল।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

বিরাট ধাক্কা ভারতের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বর্ডার গাভাস্কার সিরিজের শেষ টেস্টে পিঠের চোট নিয়ে স্টেডিয়াম ছেড়েছিলেন জসপ্রীত। এরপর তড়িঘড়ি স্ক্যান করানো হয় তাঁকে। ধরা পড়ে ব্যাক ইঞ্জুরি। এই ঘটনার পরই বিপদ এড়াতে ভারতীয় পেসারকে টানা 5 সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। সেই সূত্র ধরেই বিশ্রাম পর্ব কাটিয়ে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করাতে যান বুমরাহ।

READ MORE:  Champions Trophy 2025: আজব! চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানে খেলতে যাওয়া নিউজিল্যান্ড প্লেয়ারের ফোন চুরি | Rachin Ravindra's Phone Got Stolen In Pakistan Hospital

বর্তমানে NCA কর্মীদের হাত ধরে চিকিৎসা চলছে ভারতীয় তারকার। এহেন আবহে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত দল ঘোষণা করার শেষ সময় ছিল আজ অর্থাৎ 11 ফেব্রুয়ারি। ফলত আইসিসির নির্ধারিত সময় মেনে ভারতীয় বোলিং স্তম্ভ বুমরাহকে বাদ দিয়ে সংশোধিত স্কোয়াড ঘোষণা করতে পারে BCCI। শেষ পর্যন্ত যদি ফিটনেসের কারণে বাদ পড়েন ভারতীয় পেসার সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার পেস বিভাগের মূল অস্ত্র দলে না থাকলে আসন্ন মিনি ওয়ার্ল্ডকাপে ভারতের পেস আক্রমণ যে খানিকটা নিস্তেজ হয়ে পড়বে এ কথা বলাই যায়।


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

বুমরাহর বর্তমান শারীরিক অবস্থা

বেশ কিছু রিপোর্ট মারফত খবর, বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে বর্তমানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে ভারতীয় পেসারের। মনে করা হচ্ছে, কমপক্ষে আরও 2 সপ্তাহ NCA-তে থাকতে হবে বুমরাহকে। জানা যাচ্ছে, খেলোয়াড়ের পিঠের ফোলা ভাব না বাড়লেও কোনও অংশে কমেনি। কাজেই জসপ্রীতের শারীরিক অসুস্থতা যে এখনও বিদ্যমান এ কথা না বললেও চলে। আর সেই কারণেই খেলোয়াড়কে নিয়ে বাড়তি চাপ নিতে চাইছে না, বোর্ড। দল সংশোধনের আগেই বুমরাহকে নিয়ে নির্বাচন কমিটির সাথে বৈঠকে বসেন অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ গৌতম গম্ভীর। সেখানেই একপ্রকার চূড়ান্ত হয়ে গেছে পেসারের চ্যাম্পিয়নস ট্রফিতে না থাকাটা। তবে এখনও আশার আলো দেখছেন সমর্থকরা।

READ MORE:  বাংলাদেশের বিপক্ষে নয়া ভূমিকায় কেএল রাহুল, BCCI-র নির্দেশে প্রস্তুতি টিম ইন্ডিয়ায়

বুমরাহর জায়গা নেবেন হর্ষিত রানা

আসন্ন বহু প্রতীক্ষিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে জসপ্রীত না খেললে ভারতের তরুণ প্রতিভা তথা KKR বোলার হর্ষিত রানাকে মাঠে নামানোর কথা আগেই জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার চোটের কারণে বুমরাহ পাকাপাকিভাবে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়লে ভারতীয় তারকার বিকল্প হিসেবে মিনি বিশ্বকাপের মাঠ দখল করবেন রানা। বলা বাহুল্য, এই সমগোত্রীয় কারণ দেখিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে দলে জায়গা দিয়েছিল বোর্ড। এবার লক্ষ্য চ্যাম্পিয়নস ট্রফি।

আরও পড়ুন: ৫ মিনিটে ৪০০ মেসেজ, KKR থেকে গাঙ্গুলিকে বাদ দিতেই বিপত্তি! জানুন নাইট শিবিরের অজানা গল্প

চ্যাম্পিয়নস ট্রফি 2025 মরসুমের জন্য ভারতের সংশোধিত স্কোয়াড (হর্ষিত রানা-সম্ভাব্য)

রোহিত শর্মা(অধিনায়ক), শুভমন গিল(সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল(উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ/হর্ষিত রানা, মহম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ(উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা

READ MORE:  U 19 World Cup: দ্বিতীয়ার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততেই ভরে গেল ঝুলি, তৃষাদের কত টাকা দিল BCCI? | Board of Control for Cricket in India Prize Money For Women Team India
Scroll to Top