AI ক্যামেরা সহ ১২ জিবি র‌্যাম, ১০-১১ হাজার টাকার মধ্যে সেরা দুই Realme স্মার্টফোন এখন কম দামে

আপনি যদি আপনার সঙ্গীকে ভ্যালেন্টাইনস ডে-তে ১০-১১ হাজার টাকায় একটি ভালো স্মার্টফোন উপহার দিতে চান, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। আমরা আপনাকে দুর্দান্ত ফিচার সহ আসা রিয়েলমি দুটি স্মার্টফোনের বিষয়ে বলবো। এই রিয়েলমি ফোনগুলি ১০-১১ হাজার টাকার রেঞ্জের সেরা বিকল্প। এই ডিভাইসগুলিতে ১২০ হার্টজ আই কমফোর্ট ডিসপ্লে, AI ক্যামেরা এবং ১২ জিবি পর্যন্ত র‌্যাম পাওয়া যাবে।

Realme Narzo N65 5G স্মার্টফোনে ডিসকাউন্ট

১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ আসা ফোনটি ১০,৬৯৯ টাকায় অ্যামাজনে তালিকাভুক্ত আছে। এর সাথে ৭০০ টাকার কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এর পরে আপনি রিয়েলমি নারজো এন৬৫ ৫জি মাত্র ৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এছাড়াও রয়েছে ১,০০০ টাকা ব্যাঙ্ক কার্ড অফার।

READ MORE:  Nothing Phone 3a Pro Camera: সাধ্যের মধ্যে দুর্দান্ত ক্যামেরা অফার করবে Nothing Phone 3a সিরিজ, আসছে কবে | Nothing Phone 3a Pro Battery

Realme Narzo N65 5G এর বিশেষ ফিচার

এতে পারফরম্যান্সের জন্য আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি প্রসেসর, ৬ জিবি পর্যন্ত র‌্যাম। ডাইনামিক র‌্যাম ফিচারের মাধ্যমে এর র‌্যাম ১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফটোগ্রাফির জন্য, এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ভেজা হাতে ব্যবহারের জন্য এই ডিভাইসে রেইন ওয়াটার স্মার্ট টাচ প্রযুক্তি উপলব্ধ। এতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।

READ MORE:  মোটোরোলার চারটে ফোনের দাম ফাঁস হল, স্টোরেজ থাকবে প্রচুর, মেমরি কার্ডকে বলুন গুড বাই

Realme C63 5G ডিভাইসের সাথে আকর্ষণীয় ছাড়

অ্যামাজনের ভ্যালেন্টাইনস ডে সেলে রিয়েলমি সি৬৩ ৫জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৪৫ টাকা। অতিরিক্তভাবে ১,০০০ টাকার ব্যাঙ্ক কার্ড অফার পাওয়া যাবে, যা এর দাম কমিয়ে ৯,৯৪৫ টাকা করবে।

Realme C63 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

এই ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল এআই ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। Realme C63 5G ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ আসে। এতে ৬ জিবি ভার্চুয়াল র‌্যাম এবং ৬ জিবি ফিজিক্যাল র‌্যাম পাওয়া যাবে।

READ MORE:  iPhone 16 Discount: এমন অফার বারবার আসে না, iPhone 15 এর দামে বিক্রি হচ্ছে iPhone 16, কিনে ফেলুন | Flipkart Big Saving Days Sale

Scroll to Top