স্ন্যাপড্রাগন প্রসেসর সহ ৪ জিবি র‌্যাম সহ সস্তায় আসছে Poco M7 5G

Poco তাদের M সিরিজের নতুন 5G ফোন লঞ্চ করতে চলেছে। আসন্ন এই ডিভাইসের নাম রাখা হবে Poco M7 5G। এই ফোনটি সম্প্রতি বাজারে আসা Poco M7 Pro 5G এর এন্ট্রি-লেভেল সংস্করণ হবে। ডিভাইসটি কবে লঞ্চ হবে তা যদিও এখনও নিশ্চিত করা হয়নি। তবে সম্প্রতি গুগল প্লে কনসোলে একে দেখা গেছে। এই লিস্টিং থেকে ফোনের সামনের ডিজাইন এবং এর স্পেসিফিকেশন সামনে এসেছে। এতে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে।

READ MORE:  POCO M7 5G Airtel Launched: সস্তায় চলে এল POCO M7 5G Airtel স্মার্টফোন, ১০ হাজার টাকার কমে ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা | POCO M7 5G Airtel Price in India

গুগল প্লে কনসোল থেকে আরও জানা গেছে যে, Poco M7 5G এর সামনের দিকে পুরু বেজেল এবং ফ্ল্যাট ডিজাইন থাকবে। এর ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ-হোল। পোকোর নতুন ফোনটি HD+ রেজোলিউশনের ডিসপ্লের সাথে আসবে। এটি ৪ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে। Poco M7 5G অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক শাওমি হাইপার ওএস কাস্টম স্কিনে চলবে। স্মার্টফোনটির দাম ১২,০০০ টাকার নিচে রাখা হবে বলে আশা করা হচ্ছে। শীঘ্রই এর আরও ফিচার ও স্পেসিফিকেশন সামনে আসবে বলে অনুমান করা যায়। তার আগে আসুন Poco M7 Pro 5G এর বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক।

READ MORE:  সস্তায় নতুন 5G স্মার্টফোন বাজারে আনছে Poco, ফাঁস হল র‍্যাম, প্রসেসর, ও ডিজাইন

Poco M7 Pro 5G ফিচার ও স্পেসিফিকেশন

পোকো এম৭ প্রো ৫জি ডিভাইসে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। এই সুপার অ্যামোলেড ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২১০০ নিটের পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করবে। ডিসপ্লে সুরক্ষার জন্য, এতে গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। ফোনটি ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশন সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা চিপসেট দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য পোকো এম৭ প্রো ৫জি স্মার্টফোনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

READ MORE:  ১০ হাজারের কমেও রয়েছে দুর্দান্ত সব 5G ফোন, Redmi ও Samsung আছে লিস্টে

সেলফির জন্য পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৫১১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Scroll to Top