Champions Trophy 2025: যেই কারণে যশস্বীকে সরিয়ে দিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেলেন বরুণ চক্রবর্তী | Thats Why Varun Chakaravarthy Got Chance Instead Of Yashasvi Jaiswal

কৌশিক দত্ত, কলকাতাঃ গতকাল চ্যাম্পিয়নস ট্রফির (ICC Champions Trophy) জন্য টিম ইন্ডিয়ার ফাইনাল স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই। আর সেই ফাইনাল স্কোয়াড থেকে বাদ পড়েছেন জসপ্রীত বুমরাহ ও যশস্বী জয়সওয়াল। আসলে বুমরাহর পিঠের চোট এখনো সেরে ওঠেনি। বর্তমানে তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির রিহ্যাবে রয়েছেন। তাই সতর্কতা অবলম্বন করেই বুমরাহকে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে বাদ রাখা হয়েছে। আর এই সংবাদ প্রতিটা ভারতীয় ক্রিকেট প্রেমীর কাছে যে বড় ঝটকা, তা আর বলার অপেক্ষা রাখে না।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

বুমরাহর পরিবর্তনে BCCI  সদ্য ODI ক্রিকেটে অভিষেক করা হর্ষিত রানাকে দলে সুযোগ দিয়েছে। পাশাপাশি যশস্বীর পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে। সবথেকে বড় বিষয় হয়, এই দুজনাই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। বরুণ চক্রবর্তীও সম্প্রতি একদিনের ক্রিকেটে অভিষেক করেছেন। আর বর্তমানে তিনি যেই ফর্মে রয়েছেন, সেটার কথা মাথায় রেখেই নির্বাচকরা তাঁকে দলে নিয়েছে।

READ MORE:  লেনদনের নয়া মাধ্যম হবে সোনা? RBI-র টন টন হলুদ ধাতু কেনার পিছনে লুকিয়ে রহস্য

তবে শুধু হর্ষিত রানা বা বরুণ চক্রবর্তীই নন, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে অভিষেক হয়েছে ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালেরও। অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত পারফরমেন্সের জেরেই তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলার সুযোগ পান। তবে দেশের মাটিতে দাঁত ফোঁটাতে পারেননি তিনি। এক ম্যাচে সুযোগ পেয়ে মাত্র ১৫ রানই করেছিলেন যশস্বী। এরপর দ্বিতীয় ম্যাচে তাঁকে আর সুযোগ দেওয়া হয়নি। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নামার আগেই যশস্বীর নাম চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে ছিল। তবে চূড়ান্ত দলে তাঁর জায়গা হয়নি।

যশস্বীকে বর্তমানে চ্যাম্পিয়নস ট্রফির সাবস্টিটিউট দলে রাখা হয়েছে। তবে তিনি টিম ইন্ডিয়ার সাথে দুবাইতে যেতে পারবেন না। কোনও প্লেয়ার যদি চোটগ্রস্ত হন, তবেই তাঁকে দুবাই নিয়ে যাওয়ার কথা ভাবা হতে পারে। কারণ এই সাবস্টিটিউট স্কোয়াডে যশস্বী ছাড়াও রয়েছেন শিবম দুবে ও মহম্মদ সিরাজ।

কেন বাদ যশস্বী?

আসলে জসপ্রীত বুমরাহর ছিটকে যাওয়া কারণে ভারতীয় বোলিং বিভাগ অনেক দুর্বল হয়ে পড়তে পারে, এই আশঙ্কায় একজন ব্যাটসম্যানকে বাদ দিয়ে দলে ফর্মে থাকা বোলারকে সুযোগ দেওয়া হয়েছে। তারকাখচিত দলে ব্যাটারের অভাব না হলেও বুমরাহহীন স্কোয়াডে বোলারের অভাব যে হবে, সেটা BCCI আগেভাগেই আশঙ্কা করেছিল। তাই আচমকাই সিদ্ধান্ত বদলে বরুণকে জায়গা দেওয়া হয়েছে। কিন্তু বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও উঠছে। কারণ একজন টপ অর্ডারের ব্যাটারকে বাদ দিয়ে বোলারকে দলে নেওয়ার সিদ্ধান্ত বিরল।

READ MORE:  Virat Kohli: সম্পর্কে চিড়! এবার বিচ্ছেদ বিরাটের? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে তোলপাড় ভারতীয় ক্রিকেট | Social Media Post Over Virat Kohli And Jay Shah

Scroll to Top