রোজ ৩ জিবি ইন্টারনেট ডেটা, Airtel গ্রাহকদের জন্য জবরদস্ত রিচার্জ প্ল্যান

Airtel এখন নির্বাচিত প্ল্যানের সাথে যোগ্য ব্যবহারকারীদের আনলিমিটেড 5G ডেটা অফার করছে। তবে আপনার যদি 5G ফোন না থাকে বা আপনার এলাকায় যদি 5G নেটওয়ার্ক না পাওয়া যায় তাহলে এই সুবিধা পাওয়া যাবে না। এরপরও যদি আপনার বেশি ডেটা ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে প্রতিদিন ৩ জিবি ডেটা দিয়ে প্ল্যান বেছে নিতে পারেন। আসুন Jio ও Airtel এর ৩ জিবি ডেটা প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

READ MORE:  Airtel JioHotstar Plans: জিও হটস্টার বিনামূল্যে দেখুন, এয়ারটেলের সেরা চার প্রিপেইড রিচার্জ প্ল্যান | Free JioHotstar Subscription

এয়ারটেলের ৪৪৯ টাকার প্ল্যান

আপনি যদি ২৮ দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন ৩ জিবি ডেটা চান তাহলে এই প্ল্যান রিচার্জ করতে পারেন। এখানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি রোজ ১০০ টি এসএমএস পাবেন। এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়ামের সাবস্ক্রিপশনও এখানে আছে।

এয়ারটেলের ৫৪৯ টাকার প্ল্যান

৫৪৯ টাকার প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ২৮ দিনের বৈধতা সহ ৩ জিবি দৈনিক ডেটা পাবেন। এছাড়াও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস পাঠানোর সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যান ডিজনি + হটস্টার মোবাইল এবং এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়ামের তিন মাসের সাবস্ক্রিপশন অফার করে।

READ MORE:  Airtel JioHotstar Subscription Plan: ফ্রি-তে দেখতে পাবেন আইপিএল, Airtel দিচ্ছে এই প্ল্যানগুলির সাথে জিও হটস্টার সাবস্ক্রিপশন | Free IPL 2025 Live Match

এয়ারটেলের ৮৩৮ টাকার প্ল্যান

প্ল্যানটি ৫৬ দিনের বৈধতা সহ এসেছে এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সহ রোজ ৩ জিবি দৈনিক ডেটা পাওয়া যাবে। গ্রাহকরা এর সাথে প্রতিদিন ১০০ টি এসএমএস পাঠানোর সুবিধা পাবেন। এর সাথে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন দেওয়া হবে।

এয়ারটেলের প্ল্যান ১৭৯৮ টাকা

এয়ারটেল ব্যবহারকারীরা এই প্ল্যানে ৮৪ দিনের বৈধতা সহ ৩ জিবি দৈনিক ডেটা পাবেন। সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি, ব্যবহারকারীরা প্রতিদিন ১০০ টি এসএমএস পাঠাতে পারবেন। প্ল্যানটি ৮৪ দিনের জন্য নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন অফার করে।

READ MORE:  OTT Apps: Jio কে টেক্কা Airtel এর, মাত্র ১০ টাকা বেশিতে বিনামূল্যে ২২ ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন

Scroll to Top