Samsung এর নয়া চমক, Galaxy S26 সিরিজে থাকবে ৭০০০mAh ব্যাটারি সহ সুপার ফাস্ট চার্জিং | Samsung Galaxy S26 7000mah Battery

স্মার্টফোনের ব্যাটারিতে বড় ধরনের আপগ্রেড আনার প্রস্তুতি নিচ্ছে Samsung। দক্ষিণ কোরিয়ার সংবাদসংস্থা এফএনএনিউজ জানিয়েছে, স্যামসাংয়ের আসন্ন ফ্ল্যাগশিপ ডিভাইস Galaxy S26 Ultra মডেলে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। গত মাসের এক রিপোর্টে বলা হয়, স্যামসাং SCI/C ব্যাটারি প্রযুক্তি নিয়ে কাজ করছে। চীনের বেশ কয়েকটি বড় স্মার্টফোন ব্র্যান্ড ইতিমধ্যেই ফ্ল্যাগশিপ প্রসেসরের পাওয়ারের চাহিদা মেটাতে সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করতে শুরু করেছে। এবার স্যামসাংও এই পথে হাঁটতে চলেছে।

READ MORE:  Samsung Galaxy A15: স্যামসাং ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, পুরানো ডিভাইসে আসছে OneUI 7.0 আপডেট | Samsung Galaxy A15 OneUI 7.0 Update

আসলে স্মার্টফোনের বাজারে এখন তীব্র প্রতিযোগিতা চলছে। কিছু ব্র্যান্ড ইতিমধ্যেই ৭০০০ এমএএইচ-এর বেশি ব্যাটারিযুক্ত ফোন লঞ্চ করেছে। যেমন নুবিয়া রেড ম্যাজিক ১০ প্রো স্মার্টফোনে রয়েছে ৭০৫০ এমএএইচ ব্যাটারি। মিড-রেঞ্জ সেগমেন্টে রেডমি টার্বো ৪ প্রো ডিভাইসে পাওয়া যাবে ৭৫০০ এমএএইচ ব্যাটারি।

উল্লেখ্য, ইতিমধ্যেই ব্যাটারি ম্যানেজমেন্টের জন্য ওয়ানইউআই ৭ কাস্টম স্কিনে চমৎকার ব্যাটারি অপটিমাইজেশনের সুবিধা দিচ্ছে স্যামসাং। যেকারণে কোম্পানির লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনগুলি ১৩ ঘন্টা ১৭ মিনিট পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে।

READ MORE:  Snapdragon 8 Elite 2: অ্যাপলকে পঁচিশ সালেই টপকে যেতে পারে Xiaomi, কী ভেল্কি দেখাবে এই চীনা সংস্থা? | Xiaomi 16 Ultra Specification

৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং পাওয়া যাবে

সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা হলে, আমরা Samsung Galaxy S26 সিরিজের ফোনে চমৎকার ব্যাটারি লাইফ দেখতে পাবো। ডিভাইসগুলিতে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি ডিভাইসের ডাউনটাইম বজায় রাখতে সহায়তা করবে।

Scroll to Top