লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ৪৩ থেকে ৬৫ ইঞ্চি Smart TV তে বাম্পার ডিসকাউন্ট, এখানে অফার

Published on:

বাম্পার ডিসকাউন্টে নতুন স্মার্ট টিভি কিনতে চাইলে অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে ঢুঁ মারতে পারেন। এখানে জনপ্রিয় ব্র্যান্ড Xiaomi ও Redmi-র জনপ্রিয় একাধিক Smart TV সস্তায় কেনা যাচ্ছে। এই টিভিগুলিতে বড় ডিসপ্লে, ওটিটি অ্যাপ সাপোর্ট ও গমগমে সাউন্ড পাওয়া যাবে। আসুন কোন কোন টিভি কত দামে পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Redmi F Series UHD 4K Smart LED Fire TV

এই রেডমি স্মার্ট টিভিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ৫৫ ইঞ্চি আল্ট্রা এইচডি ডিসপ্লে আছে। ভালো ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য এতে ইমেজ ইঞ্জিন উপস্থিত এবং এতে প্রাইম ভিডিও, নেটফ্লিক্স এবং ইউটিউবের মতো ওটিটি অ্যাপ্লিকেশন উপলব্ধ। ডিসপ্লে মিররিং ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই তাদের ফোনকে টিভির সঙ্গে সংযুক্ত করতে পারবেন।

READ MORE:  হাতে আর মাত্র দু'সপ্তাহ, মার্চে Xiaomi 15 সিরিজের দুটি দুর্ধর্ষ ফোন আসছে ভারতে | Xiaomi 15 Series India Launch Date March 2

এই টিভিতে ৩০ ওয়াট স্পিকার দেওয়া হয়েছে। এই স্মার্ট টিভির দাম এখন ৩৩,৯৯৯ টাকা এবং এর সাথে ২,০০০ টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে। এটি ১,৬৪৮ টাকা ইএমআই দিয়েও অর্ডার করা যাবে।

Xiaomi A Pro 4K Dolby Vision Smart Google TV

শাওমি স্মার্ট টিভিতে ৩৮৪০x২১৬০ পিক্সেল রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ৪৩ ইঞ্চি ডিসপ্লে আছে। এই টিভিতে এইচডিআর ১০, ডলবি ভিশন এবং ভিভিড পিকচার ইঞ্জিন সাপোর্ট করে। স্মার্ট ফিচারের মধ্যে আছে গুগল টিভি, স্ক্রিন মিররিং, ২ জিবি র‌্যাম, ৮ জিবি স্টোরেজ এবং ওটিটি অ্যাপের সাপোর্ট। এর সাথে ১ বছরের ওয়ারেন্টিও পাওয়া যাবে। এই টিভির দাম ২৩,৯৯৯ টাকা, এবং অতিরিক্ত ভাবে ১,৫০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আপনি এটি ১,১৬৪ টাকা ইএমআই দিয়েও কিনতে পারেন।

READ MORE:  ২০ হাজার টাকার মধ্যে ৪৩ ইঞ্চি ডিসপ্লের সেরা ৫ Smart TV, সবচেয়ে সস্তা মডেলের দাম ১৪,৪৯৯ টাকা

Xiaomi X Series 4K Ultra HD Smart Google TV

এই Xiaomi Smart TV-তে ৬৫ ইঞ্চি ৪কে আল্ট্রা এইচডি ডিসপ্লে আছে, যার রেজোলিউশন ৩৮৪০x২১৬০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। সাউন্ডের জন্য এতে ডলবি অডিও সাপোর্ট করবে। এতে ইনবিল্ট ওয়াইফাই, গুগল ক্রোমকাস্ট এবং গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট আছে। কানেক্টিভিটির জন্য রয়েছে তিনটি এইচডিএমআই ও দুটি ইউএসবি পোর্ট।

READ MORE:  Xiaomi আছে সবার শেষে, বিশ্বের সেরা পাঁচ ট্যাবলেট সেলিং ব্র্যান্ডের মধ্যে কে কে আছে

অফারে এখন এই টিভিটি ৪৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে তবে ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে আরও ২,০০০ টাকা ছাড় দেওয়া হবে। এর মাসিক কিস্তি শুরু হবে ২,২৭৯ টাকা থেকে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.