লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

India Post GDS Recruitment 2025: মাধ্যমিক পাসে পোস্ট অফিসে চাকরি! ২১,৪১৩ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি | India Post Recruitment

Published on:

সৌভিক মুখার্জি, কলকাতাঃ India Post GDS Recruitment 2025: বর্তমান সময়ে একটি চাকরি পাওয়া সবথেকে কঠিন হয়ে দাঁড়িয়েছে। সে সরকারি চাকরি বলুন কিংবা বেসরকারি চাকরি, সব জায়গায় এখন প্রতিযোগিতা উচ্চ পর্যায়ে। তবে এবার বেকার চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এসেছে ভারতীয় পোস্ট। সম্প্রতি ভারতীয় পোস্টের (Indian Post) তরফ থেকে গ্রামীণ ডাক সেবক পদে ২১,৪১৩ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

এই নিয়োগের আওতায় গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ইত্যাদি পদে নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীরা যদি মাধ্যমিক পাশ করে থাকে তাহলেই এই পদগুলিতে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে এই পদে আবেদন করা যাবে।

কোন পদে কত শূন্যপদ রয়েছে? যোগ্যতাই বা কী লাগবে? বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত তথ্য আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা সহজে জেনে নিতে পারবেন।


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

পদ এবং শূন্যপদের বিবরণ | India Post GDS Recruitment 2025 Notification |

ভারতীয় পোস্টের এই নিয়োগের আওতায় ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) এবং গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নিয়োগ হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে এখানে মোট শূন্যপদের সংখ্যা ২১,৪১৩ টি। তবে এখানে বিভিন্ন সার্কেলের জন্যে আলাদা আলাদ শূন্যপদ বরাদ্দ করা হয়েছে। যেমন আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে মোট শূন্যপদের সংখ্যা ৯২৩ টি। 

READ MORE:  ফেব্রুয়ারি মাসে রেশনে চাল গম বেশি দেবে? এ মাসে কী কী পাবেন দেখে নিন

আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা

ভারতীয় পোস্টের এই পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে মাধ্যমিক (Secondary Examination) স্তরে গণিত এবং ইংরেজি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের স্থানীয় ভাষায় কমপক্ষে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে হবে। এছাড়া কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে, সাইকেল চালাতে জানতে হবে এবং নিজস্ব উপার্জনের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে এখানে আবেদন করা যাবে। 

বয়স সীমা

এই পদগুলিতে সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে। যেমন আপনি যদি SC/ST হন তাহলে ৫ বছর, OBC হলে ৩ বছর এবং PwBD হলে ১০ বছর ছাড় পাবেন। 

READ MORE:  BCCI Recruitment: নয়া কোচ খুঁজছে BCCI | BCCI Recruiting Spin Bowling Coach

বেতন কাঠামো

ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) পদে চাকরি পেলে প্রতি মাসে ১২,০০০/- টাকা থেকে ২৯,৩৮০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) ও গ্রামীণ ডাক সেবক (GDS) পদে চাকরি পেলে প্রতি মাসে ১০,০০০/- টাকা থেকে ২৪,৪৭০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কোনরকম লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে না। মাধ্যমিক পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় যাদের নাম থাকবে তাদের সংশ্লিষ্ট অঞ্চলের স্থানীয় ভাষার উপর পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। এরপর শর্টলিস্ট করা প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও শারীরিক যাচাই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। 

অনলাইনে আবেদন পদ্ধতি

ভারতীয় পোস্টের এই পদে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে (indiapostgdsonline.gov.in) যান।
  • নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করুন।
  • এরপর আইডি, পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। 
  • এবার সংশ্লিষ্ট পদের জন্য আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। 
  • এবার প্রয়োজনে ডকুমেন্ট আপলোড করুন। 
  • এরপর আবেদন ফি প্রদান করুন।
  • এরপর সাবমিট করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। 
READ MORE:  বিনামূল্যে IPL দেখার দিন শেষ! ম্যাচ দেখতে গেলেই পকেট থেকে খোয়াতে হবে টাকা

আবেদন ফি

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে সাধারণ, OBC এবং EWS প্রার্থীদের জন্য আবেদন করতে গেলে ১০০ টাকা লাগবে। তবে আপনি যদি SC, ST, PwBD বা মহিলা চাকরিপ্রার্থী হন তাহলে কোন ফি দিতে হবে না।

প্রয়োজনীয় ডকুমেন্ট 

অনলাইনে আবেদন করার জন্য আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। সেগুলি হল-

  • মাধ্যমিকের মার্কশিট,
  • জন্ম তারিখের প্রমাণপত্র, 
  • SC/ST/OBC হলে কাস্ট সার্টিফিকেট, 
  • PwBD হলে PwBD সার্টিফিকেট,
  • নিজের ছবি এবং স্বাক্ষর।

গুরুত্বপূর্ণ তারিখ 

এখানে আবেদন শুরু হচ্ছে ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ থেকে এবং আবেদন শেষ হবে ৩ই মার্চ, ২০২৫ তারিখে।

অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক- Click Here

অফিশিয়াল নোটিশের লিঙ্ক- Download Now

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.