মাইলেজের রাজা Maruti-র এই গাড়ি, মাত্র ৪ লাখেই মধ্যবিত্তের চারচাকার স্বপ্নপূরণ করছে

কম তেলে ভালো মাইলেজ পাওয়ার জন্য মারুতি সুজুকি একটি জনপ্রিয় নাম। প্রয়োজনীয়তা এবং দামের কথা মাথায় রেখে সাধ্যের মধ্যে গাড়ি লঞ্চ করে এই ইন্দো-জাপানি কোম্পানি। আজ এমনই একটি চার চাকার সন্ধান দেবো আপনাদের, যেখানে প্রতি লিটারে ২৫ কিলোমিটার মাইলেজ পাবেন এবং দাম ৪ লাখ টাকা।

এই গাড়িটি ক্যাব হিসাবে অথবা ব্যক্তিগত যাতায়াতের জন্য ব্যবহার করা যেতে পারে। কথা হচ্ছে, ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি Maruti Suzuki Alto K10 এর। এই গাড়িটি শুধু দামে কম নয়, মানেও ভালো। আসুন গাড়িটি সম্পর্কে কিছু জরুরি তথ্য জেনে নেওয়া যাক।

READ MORE:  পালসার-অ্যাপাচির ঘুম কেড়ে 200 সিসির দুর্দান্ত মোটরসাইকেল লঞ্চ করল Honda

জানুয়ারিতে বিক্রি

সবথেকে সস্তা গাড়ি হওয়ায় গত মাসে, Alto K10 এর ১১,৩৫২টি ইউনিট বিক্রি হয়েছে দেশে। বিক্রির নিরিখে মারুতির অন্যান্য মডেল S-Presso, Celerio, Jimny এর মতো গাড়িকে পিছনে ফেলেছে। বাজারে এই চার চাকার এক্স-শোরুম দাম শুরু ৪.০৯ লাখ টাকা থেকে। টপ মডেলের দাম ৬.০৫ লাখ টাকা। গাড়িটি চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে : STD, LXI, VXI, এবং VXI প্লাস।

READ MORE:  Xiaomi SU7 Ultra Launched: 350 কিমি টপ স্পিড, 620 কিমি মাইলেজ, অসাধারণ বৈদ্যুতিক গাড়ি আনল Xiaomi | Xiaomi SU7 Ultra Price

স্পেসিফিকেশন ও ফিচার্স

Alto K10-এ রয়েছে একটি ১ লিটার তিন সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৬৬ হর্সপাওয়ার শক্তি এবং ৮৯ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে, সঙ্গে রয়েছে পাঁচ স্পিড ম্যানুয়াল ও AMT গিয়ারবক্স। এই গাড়ি CNG ভেরিয়েন্টেও পাওয়া যাবে। প্রস্তুতকারকের দাবি, পেট্রল মডেল প্রতি লিটারে প্রায় ২৫ কিমি মাইলেজ দিতে পারে এবং সিএনজি ভ্যারিয়েন্টের মাইলেজ প্রতি কেজিতে ৩৩ কিলোমিটার ।

READ MORE:  স্টক খালি করতে অবিশ্বাস্য ডিসকাউন্ট, 4 লাখ টাকা সস্তা হয়ে গেল এই জনপ্রিয় SUV

বৈশিষ্ট্যের দিক থেকে, Maruti Suzuki Alto K10-এ মজুত এয়ার কন্ডিশনিং, ফ্রন্ট পাওয়ার উইন্ডো, পার্কিং সেন্সর, সেন্ট্রাল কনসোল আর্মরেস্ট, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, অ্যাডজাস্টেবল হেডল্যাম্প, গিয়ার শিফট ইন্ডিকেটর, হ্যালোজেন হেডল্যাম্প, সেন্ট্রাল লকিং, চাইল্ড সেফটি লক এবং ডুয়াল এয়ারব্যাগের মতো সুবিধা।

Scroll to Top