চ্যাম্পিয়নস ট্রফিতে ফের বদলে যাবে টিম ইন্ডিয়া? আশঙ্কা জেনেই বড় বন্দোবস্ত BCCI-র

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের (ICC Champions Trophy 2025) আসরে চোট-আঘাতের আশঙ্কাকে জিইয়ে রেখে মিনি বিশ্ব কাপের সংশোধিত ভারতীয় স্কোয়াডে 15 জন খেলোয়াড়ের সাথে ব্যাকআপ প্লেয়ার হিসেবে আরও 3 জনের নাম জুড়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

এহেন আবহে বিকল্প 3 খেলোয়াড়ের নাম স্কোয়াডে যুক্ত করায় প্রশ্ন উঠছে দুই ভারতীয় তারকার চোট নিয়ে। মনে করা হচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফির আসরে ভারতীয় ক্রিকেটারদের চোট নিয়ে চিন্তায় রয়েছে বোর্ড। আর সেই কারণেই আগেভাগে বিপদ এড়াতে দলে 3 বিকল্পকে স্কোয়াডে ভিড়িয়েছে ম্যানেজমেন্ট।

দুই তারকার চোট নিয়ে চিন্তায় বোর্ড

আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য গত 18 জানুয়ারি প্রথম স্কোয়াড ঘোষণা করে ভারত। তবে সেটি চূড়ান্ত ছিল না। তাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলর নির্ধারিত সময়ে মেনে 11 ফেব্রুয়ারি 15 সদস্যের পরিবর্তে ব্যাকআপ প্লেয়ার মিলিয়ে 18 সদস্যের স্কোয়ার্ড ঘোষণা করে BCCI। এমন পরিস্থিতিতে অতিরিক্ত খেলোয়াড় যোগ করা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়েছে বোর্ড।


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

প্রশ্ন উঠছে, ভারতের দুই তাবড় তারকা বিরাট কোহলি ও মহম্মদ শামিকে নিয়ে। কেননা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচের আগে অনুশীলনে পাওয়া চোট সদ্য কাটিয়ে উঠেছেন কোহলি। অন্যদিকে দীর্ঘ চোট-যন্ত্রণা কাটিয়ে ঘেরাটোপ ও খোলা অনুশীলনের পর মাঠে ফিরেছেন শামিও। কাজেই আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে এই দুই মহা তারকার চোট নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন বোর্ড কর্তারা।

READ MORE:  Team India: অসুস্থ টিম ইন্ডিয়ার বিধ্বংসী ব্যাটার, বোলিং বিভাগকে শক্ত করতে ফিরছেন আরেক তারকা | ICC Champions Trophy India Vs New ZeaLand

ব্যাকআপ প্লেয়ার হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন 3 তারকা

ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে 3 সংখ্যা বেড়েছে। অন্যান্য বারের চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের তুলনায় এবারে 18 সদস্যের স্কোয়াড নিয়ে আইসিসি ইভেন্টে পাড়ি জমাবে ভারত। মূলত দলের ছেলেদের চোট আঘাতের আশঙ্কাকে সামনে রেখেই অতিরিক্তভাবে 3 ক্রিকেটারকে বিকল্প হিসেবে হাতে রেখেছে বোর্ড।

অবশ্যই পড়ুন: ২১ সেঞ্চুরি, ৪৫ হাফ সেঞ্চুরি! অবসর ঘোষণা বিরাট রেকর্ডের অধিকারী প্রাক্তন KKR তারকার

সেই সূত্র ধরেই বিরাটের বিকল্প হিসেবে জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল। একইভাবে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ব্যাকআপ প্লেয়ার হয়ে খেলবেন শিবম দুবে। সবশেষে সম্প্রতি চোট আঘাত কাটিয়ে ওঠা পেসার শামির ব্যাকআপ হিসেবে দলে রাখা হয়েছে মহম্মদ সিরাজকে।

READ MORE:  India Vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে জিতেও হারের নতুন রেকর্ড গড়ল ভারত | Team India Sets New Record On Toss Lose

এক নজরে 2025 চ্যাম্পিয়নস ট্রফির টিম ইন্ডিয়া

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, আর্শদীপ সিং, হর্ষিত রানা।

রিজার্ভ/ব্যাকআপ প্লেয়ার: যশস্বী জয়সওয়াল, শিবম দুবে, মহম্মদ সিরাজ।

Scroll to Top