Jio 448 vs 449: এক টাকা কমে ৫৬ দিন বেশি ভ্যালিডিটি, জিও গ্রাহকরা এই নতুন প্ল্যান সম্পর্কে জানেন তো? | Jio 448 vs 449 Plan Benefits Comparison

রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের এমন দুটি প্ল্যান রিচার্জ করার সুবিধা দেয় যেখানে দামের পার্থক্য মাত্র ১ টাকা। Jio-র এই দুই প্ল্যানের মূল্য যথাক্রমে ৪৪৮ টাকা ও ৪৪৯ টাকা। তবে দামের পার্থক্য খুব কম থাকলেও উভয় প্ল্যানের সুবিধার মধ্যে বিস্তর ফারাক আছে। আসুন Jio-র এই দুই প্ল্যানের সুবিধা দেখে নেওয়া যাক।

Jio-র ৪৪৯ টাকার প্ল্যান

যাদের দৈনিক ডেটা বেশি ব্যবহার হয়, তাদের জন্য জিও-র এই প্ল্যান সেরা। এখানে প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানে মোট ৮৪ জিবি ডেটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি মাত্র ২৮ দিন। তবে এখানে আনলিমিটেড 5G ডেটার সুবিধা আছে। গ্রাহকরা প্রতিদিন ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন।

READ MORE:  মোবাইল রিচার্জের দাম কমল! দেখে নিন Jio, Airtel, Vi-এর নতুন সস্তা প্ল্যানগুলি!

জিও-র ৪৪৮ টাকার প্ল্যান

জিও-র নতুন ৪৪৮ টাকার প্ল্যান সম্পর্কে বললে, এটি সেইসব গ্রাহকদের জন্য আনা হয়েছে যারা কেবল কল এবং এসএমএস সুবিধা চান চান, কিন্তু ডেটা নয়। এই প্ল্যানে কোনও ডেটা বেনিফিট পাওয়া যায় না, তবে আপনার যদি ডেটার প্রয়োজন হয় তবে জিওর ডেটা অ্যাড-অন প্যাক রিচার্জ করতে পারেন। এই জিও প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এতে পুরো ৮৪ দিনের জন্য ১০০০ এসএমএস অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে।

READ MORE:  TV দর্শকদের জন্য বড় স্বস্তি, কোম্পানি বদলালেও আর পরিবর্তন করতে হবে না সেট-টপ বক্স

জিও ৪৪৮ বনাম ৪৪৯ রিচার্জ প্ল্যান

জিও-র ৪৪৮ টাকা এবং ৪৪৯ টাকার প্ল্যানের মধ্যে মাত্র এক টাকার পার্থক্য আছে। তবে এই দুটি প্ল্যানে দেওয়া সুবিধাগুলি একেবারেই আলাদা। ৪৪৯ টাকার প্ল্যানে প্রচুর ডেটা পাওয়া গেলেও, ৪৪৮ টাকার প্ল্যানে এক টাকা কম খরচ করে অতিরিক্ত ৫৬ দিনের ভ্যালিডিটি ভোগ করা যায়।

READ MORE:  ঘন ঘন রিচার্জের দরকার নেই, Jio, Airtel, Vi এর ৮৪ দিনের রিচার্জ প্ল্যান
Scroll to Top