গিরিগিটির মতো রঙ বদলাবে ফোন, Realme P3x 5G দুর্দান্ত প্রযুক্তি সহ আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে | Realme P3x 5G and P3 Pro Launching In India

রিয়েলমি গতকাল পি সিরিজে আরও একটি স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে Realme P3x 5G। এই সিরিজের অধীনে Realme P3 Pro হ্যান্ডসেটটিও ওইদিন বাজারে আসবে। তবে দুটি ফোনেরই ডিজাইন সম্পূর্ণ আলাদা হবে। সংস্থার তরফে আজ Realme P3x 5G এর ডিজাইন এবং কালার ভ্যারিয়েন্ট সামনে আনা হয়েছে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।

READ MORE:  Realme Neo 7 SE Antutu Score: উন্নত কুলিং সিস্টেম, সঙ্গে শক্তিশালী প্রসেসর, পারফরম্যান্সে ঝড় তুলবে Realme Neo 7 SE | Realme Neo 7 SE Dimensity 8400 Max Chipset

Realme P3x 5G রঙ বদলানো ব্যাক প্যানেল এবং ভেগান লেদার সহ আসবে

সংস্থার শেয়ার করা পোস্টার থেকে জানা গেছে যে, রিয়েলমি পি৩এক্স ৫জি এর লুনার সিলভার ভ্যারিয়েন্টে স্টেলার আইসফিল্ড ডিজাইন দেখা যাবে। এতে গ্লাস ব্যাক প্যানেল থাকবে যেখানে মাইক্রন-লেভেল এনগ্রেভিং প্রযুক্তি ব্যবহার করায় আলো পড়লেই রঙ বদলাবে। অর্থাৎ আলোর সংস্পর্শে এলে ফোনের পিছনের রং বদলে যাবে।

READ MORE:  Realme Neo 7x Specification: রাত পোহালেই লঞ্চ হচ্ছে Realme Neo 7x, জলের দরে পাবেন অনবদ্য সমস্ত ফিচার্স | Realme Neo 7x Tomorrow Launch Date

প্রিমিয়াম টাচ খুঁজছেন এমন ব্যবহারকারীরা রিয়েলমি পি৩এক্স ৫জি এর মিডনাইট ব্লু এবং স্টেলার পিঙ্ক কালার ভ্যারিয়েন্টে বেছে নিতে পারবেন। এই ভ্যারিয়েন্টগুলি ভেগান লেদার ব্যাক প্যানেল অফার করবে যা আরামদায়ক গ্রিপ এবং হালকা ওজনের অনুভূতি দেবে।

Realme P3x 5G এর স্লিম প্রোফাইল

আসন্ন ফোনটি কেবল ৭.৯৪ মিমি পুরু হবে এবং এর ওজনও কম থাকবে। P3 Pro এর মতো, P3x ফ্লিপকার্ট, realme.com এবং অফলাইন স্টোর থেকে কেনা যাবে।

READ MORE:  Realme Neo 7x Price: 6000mah ব্যাটারি ও 512 জিবি স্টোরেজের সঙ্গে একদম সস্তায় লঞ্চ হল Realme Neo 7x | Realme Neo 7x Specification

Scroll to Top