Airtel নিয়ে আসলো ৯০ দিনের একটি ধামাকাদার রিচার্জ প্ল্যান! Jio, Vi এখন চিন্তায় পড়ে গেছে

বর্তমানে প্রতিযোগিতামূলক টেলিকম বাজারে গ্রাহকদের মন জয় করতে এয়ারটেল নিয়ে এসেছে ধামাকাদার আকর্ষণীয় রিচার্জ প্ল্যান। বিশেষ করে তাদের ৯০ দিনের রিচার্জ প্ল্যানটি ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। Jio, Vi এবং BSNL-এর মত প্রতিদ্বন্ধী টেলিকম সংস্থাগুলিকে কার্যত পিছনে ফেলে দিয়েছে এই প্ল্যানটি।

এয়ারটেলের ৯০ দিনের রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা মিলবে?

এয়ারটেলের ৯০ দিনের রিচার্জ প্ল্যানের দাম রাখা হয়েছে মাত্র ৯২৯ টাকা। এই প্ল্যানটি ব্যবহারকারীদের জন্য বেশ কিছু চমকপ্রদ সুবিধা প্রদান করবে। সেগুলি হল-

  • এই প্ল্যানের ভেলিডিটি থাকবে ৯০ দিন।
  • ভারতের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা পাওয়া যাবে।
  • ন্যাশনাল রোমিং-এর পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্য।
  • প্রতিদিন ১.৫ জিবি করে মোট ১৩৫ জিবি ডাটা পাওয়া যাবে।
  • প্রতিদিন ১০০টি করে SMS-এর সুবিধা মিলবে।
READ MORE:  সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর, এবার কর্মচারীদের বেতন বাড়বে ১ লক্ষ টাকা পর্যন্ত

এয়ারটেলের ৭৭ দিনের রিচার্জ প্ল্যান

যদি আপনার ৯০ দিনের কম কোনো রিচার্জ প্ল্যান দরকার হয়, তাহলে এয়ারটেলের ৭৭ দিনের একটি আকর্ষণীয় প্ল্যান রয়েছে। এই প্ল্যানে যে সমস্ত সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল-

  • এই প্ল্যানের ভেলিডিটি থাকবে ৭৭ দিন।
  • ভারতের যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা মিলবে।
  • ন্যাশনাল রোমিং-এর সুবিধা মিলবে সম্পূর্ণ বিনামূল্য।
  • মোট ৬ জিবি ডাটা পাওয়া যাবে। 
  • ৯০০টি ফ্রি SMS পাওয়া যাবে।
READ MORE:  Gold Price: অবশেষে স্বস্তি, বাজারে ধসের কারণে কমল সোনা রুপোর দাম! জেনে নিন আজকের দর | Today Gold And Silver Price

এয়ারটেলের প্ল্যানটি কেন সেরা?

এয়ারটেলের এই প্ল্যানটি গ্রাহকদের কম খরচে দীর্ঘমেয়াদি সুবিধা প্রদান করে। বিশেষ করে যারা প্রতিদিন ডেটার বেশি ব্যবহার করেন এবং নিয়মিত রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাদের জন্য এই প্ল্যানগুলি আদর্শ প্যাকেজ। Jio, Vi এবং BSNL-এর তুলনায় এই প্ল্যানগুলি শুধুমাত্র ভ্যালিডিটির দিক থেকে নয়, পরিষেবার দিক থেকেও অনেকটাই এগিয়ে। 

READ MORE:  RBI New Update On 2000 Rupees Note: ২০০০ টাকার নোট নিয়ে RBI-র বিরাট আপডেট | Reserve Bank Of India On 2000 Bank Note

এয়ারটেলের ৯০ দিনের এই প্রিপেইড প্ল্যান গ্রাহকদের জন্য বেশ সাশ্রয়ী এবং সুবিধাজনক। আপনি যদি দীর্ঘমেয়াদী ডেটা এবং কলিং সুবিধার এমন প্ল্যান খুঁজে থাকেন, তাহলে এই প্ল্যানটি আপনার জন্য অনন্য হতে পারে।

Scroll to Top