Redmi Note 14 5G ফোনের নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ হল, কম দামে সেরা ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার | Redmi Note 14 5G Ivy Green Variant Launched in India

Xiaomi আজ ভারতে Redmi Note 14 সিরিজের একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করল। আসলে আজ Redmi Note 14 5G এর একটি নতুন কালার ভ্যারিয়েন্ট বাজারে এসেছে। এর নাম আইভি গ্রিন (Ivy Green)। তবে ডিভাইসটির স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন আনা হয়নি। এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল AI ক্যামেরা এবং ৫১১০ এমএএইচ ব্যাটারি আছে। আসুন Redmi Note 14 5G এর নতুন কালার ভ্যারিয়েন্টের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Redmi Note 14 5G এর দাম ও অফার

রেডমি নোট ১৪ ৫জি এর নতুন Ivy Green কালার ভ্যারিয়েন্ট ২১,০০০ টাকার কমে লঞ্চ হয়েছে। এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। আর ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা।

READ MORE:  Xiaomi Holi Sale Offer: Xiaomi আনল হোলি সেল, সনি ক্যামেরার সহ আসা Redmi Note 14 5G ফোনে লোভনীয় অফার | Redmi Note 14 5G Price

আজ থেকে Mi.com ওয়েবসাইটের মাধ্যমে রেডমি নোট ১৪ ৫জি এর নতুন কালার ভ্যারিয়েন্ট কেনা যাবে। এই ফোনের সাথে ১,০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এরজন্য SBI, ICICI, HDFC এবং J&k ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।

Redmi Note 14 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

রেডমি নোট ১৪ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২১০০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.৬৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে। সাউন্ডের জন্য এতে ডুয়েল স্টেরিও স্পিকার উপস্থিত। ডিভাইসটি প্রিমিয়াম বিল্ড, এরগোনমিক কার্ভড ডিজাইন এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে।

READ MORE:  Redmi Turbo 4 K80 Ultra Specification: একঝাঁক স্মার্টফোন থেকে শুরু করে ট্যাব, Xiaomi লঞ্চ করছে চমকপ্রদ সব ডিভাইস | Redmi Turbo 4 K80 Ultra Launch Timeline

Redmi Note 14 5G ফোনে আছে ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি রিয়ার ক্যামেরা যা কম আলোতেও দুর্দান্ত ছবি তুলতে পারে। ক্লোজ-আপ শটের জন্য এতে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। এটি শাওমির এআই কম্পিউটেশনাল ফটোগ্রাফি দ্বারা চালিত, যা এআই বোকেহ সহ বিভিন্ন ফিচার পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫১১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

READ MORE:  Redmi 13 5G Offer: ভ্যালেন্টাইনস ডে সেলে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi ফোন বিরাট সস্তায়, সীমিত সময়ের অফার | Redmi 13 5G 108 Megapixel Camera

Scroll to Top