পরপর দু’দিন শিয়ালদা শাখায় বাতিল একগাদা লোকাল ট্রেন, সমস্যা এড়াতে দেখে নিন তালিকা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সপ্তাহান্তে ভোগান্তি বাড়বে শিয়ালদা (Sealdah Division)-বনগাঁ শাখার যাত্রীদের। গোবরডাঙ্গা স্টেশনের আপ এবং ডাউন লাইনে কাজের জেরেই শনিবার এবং আগামীকাল অর্থাৎ রবিবার বনগাঁ শাখায় বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। রেল সূত্রে খবর, একগুচ্ছ ট্রেন বাতিল করার পাশাপাশি ট্রেনের গন্তব্য কমিয়ে নির্ধারিত স্টেশনের বদলে অন্য স্টেশন থেকে ছাড়া হবে শিয়ালদ ও বনগাঁগামী লোকাল ট্রেন। বনগাঁ শাখা ছাড়াও আরও বেশকিছু রুটে বিঘ্নিত হতে পারে পরিষেবা।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

সমস্যায় পড়বেন নিত্য যাত্রীরা!

রেলের বেশ কয়েকটি সূত্র বলছে, গোবরডাঙ্গা স্টেশনে রেল পরিষেবা আরও কিছুটা উন্নত করতে স্টেশনের আপ এবং ডাউন লাইনের কাজ চলবে শনিবার রাত 10টা 45 মিনিট থেকে রবিবার সকাল 8টা 45 মিনিট পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ে শুধুমাত্র গোবরডাঙ্গার আপ লাইনে কাজ চলবে বলেই খবর।

READ MORE:  হাওড়া থেকে ফের বাতিল একাধিক ট্রেন, বদলাল রুটও! দেখুন পূর্ব রেলের বিজ্ঞপ্তি

অন্যদিকে শনিবার রাত 10টা 45 থেকে রবিবার বিকেল 5টা 45 মিনিট পর্যন্ত গোবরডাঙ্গার ডাউন লাইনে মেরামতির কাজ করবেন রেল কর্মীরা। ফলত, শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল থাকায় যথেষ্ট সমস্যায় পড়তে হবে নিত্য যাত্রীদের।


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

কাজ চলবে কৃষ্ণনগর-লালগোলা ও হালিশহর-নৈহাটি শাখাতেও

এখনও পর্যন্ত পূর্ব রেল সূত্রে যা খবর, গোবরডাঙ্গা স্টেশনের আপ এবং ডাউন লাইনে কাজের পাশাপাশি কৃষ্ণনগর সিটি-লালগোলা শাখা ও হালিশহর থেকে নৈহাটি স্টেশনের মাঝে ডাউন লাইনের কাজ চলবে। বলা হচ্ছে, শনিবার থেকে রবিবার পর্যন্ত এই দীর্ঘ সময়ে রেল কর্মীদের কাজের কারণে বিঘ্নিত হতে পারে পরিষেবা।

READ MORE:  কমবে খরচ, সময়ে চলবে ট্রেন! শিয়ালদা ডিভিশনে বড় সফলতা হাসিল করল পূর্ব রেল

শিয়ালদা-বনগাঁসহ বিভিন্ন শাখায় শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

গোবরডাঙ্গা স্টেশনের আপ এবং ডাউন লাইনে কাজের কারণকে সামনে রেখে শনিবার বাতিল করা হয়েছে, শিয়ালদা-বনগাঁ আপ,33851, 33859, 33861, 33863 এবং বনগাঁ-শিয়ালদা ডাউন 33856, 33858, 33860 লোকাল। বনগাঁ শাখার পাশাপাশি বিভিন্ন রুটে রেলের কাজের কারণে শনিবার নৈহাটি শাখায় নৈহাটি-ব্যান্ডেল আপ 37557 ও ডাউন 37558, শিয়ালদা-গেদে আপ 31929, ডাউন 31928, শিয়ালদা-শান্তিপুর আপ 31539, ডাউন 31582 লোকাল বাতিল থাকছে।

আরও পড়ুন: এবার দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে আজকের আবহাওয়া?

রবিবার বাতিল হচ্ছে বারাসাত-বনগাঁ লোকাল আপ 33369, ডাউন 33368, শিয়ালদা- হাবড়া আপ 33651, 33653, এবং ডাউন 33652, 33658। নৈহাটি-ব্যান্ডেল আপ 37521, ডাউন 37522, শিয়ালদা গেদে আপ 31911, ডাউন 31912, শিয়ালদা-শান্তিপুর আপ 31511, 31512 ডাইন, নৈহাটি-রানাঘাট আপ 31611, ডাউন 31612, লালগোলা-শিয়ালদা ডাউন 53178, আপ 53175, কৃষ্ণনগর-লালগোলা আপ 31861, ডাউন 31868 এবং কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ যাওয়ার আপ 53091, ডাউন 53092 লোকাল।

READ MORE:  শোভন-বৈশাখীকে নিয়ে খবরের জের, Indiahood-এর কর্ণধারের বাড়িতে পুলিশ

শনি ও রবিবার সংক্ষিপ্ত রুটে চলবে লোকাল ট্রেন

রেলের কাজের জন্য শনিবার ও রবিবার উপরিউক্ত ট্রেন গুলিকে বাদ দিয়ে সংক্ষিপ্ত রুটে চলবে বেশ কিছু লোকাল ট্রেন। কোন কোন লোকাল ট্রেন চলবে সেই তালিকা নিচে দেওয়া হল – শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল, শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার, কল্যাণী সীমান্ত, নৈহাটি লোকাল, এবং রানাঘাট-লালগোলা।

Scroll to Top