CISF Constable Driver Recruitment 2025: লাইসেন্স থাকলে মাধ্যমিক পাসে CISF-এ চাকরির সুবর্ণ সুযোগ, জেনে নিন বিস্তারিত | Job For Madhyamik Pass Students In CISF

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরির স্বপ্ন তো সবারই থাকে। অনেকের মধ্যে আবার ডিফেন্স লাইনে যাওয়ার আগ্রহ বেশি দেখা যায়। এবার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এ কনস্টেবল ড্রাইভার পদে প্রচুর শূন্যপদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি (CISF Constable Driver Recruitment 2025) প্রকাশিত হয়েছে। এখানে ইতিমধ্যেই ৩রা ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়ে গেছে। ভারতীয় নাগরিক হলে অনলাইনের মাধ্যমে এই পদে আবেদন করা যাবে। 


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

যেহেতু এটি কেন্দ্র সরকারের একটি চাকরি, তাই এই পদে চাকরি পেলে শুরুতেই মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। কারা  এখানে আবেদন করতে পারবেন? কীভাবে আবেদন করবেন? নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে? আবেদন ফি কত লাগবে? ইত্যাদি বিষয়গুলি জানতে হলে প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | CISF Constable Driver Recruitment 2025 |

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী CISF-এ কনস্টেবল ড্রাইভার পদে নিয়োগ চলছে। শূন্যপদের দিকে তাকালে আমরা দেখব, এখানে মোট 1124টি শূন্যপদ রয়েছে। যেখানে সাধারণ প্রার্থী (UR) হলে 460টি, SC প্রার্থী হলে 167টি, ST প্রার্থী হলে 83টি, OBC প্রার্থী হলে 303টি এবং EWS প্রার্থী হলে 113টি শূন্যপদ পাওয়া যাবে।


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

শিক্ষাগত যোগ্যতা

CISF কনস্টেবল ড্রাইভার পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যেকোন স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী বা মাধ্যমিক পাশ (Secondary Examination) করতে হবে। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই ভারী মোটরযান (HMV) বা পরিবহন যান (Transport Vehicle) বা হালকা মোটরযানের (LMV) বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তাহলেই এখানে আবেদন করা যাবে। 

READ MORE:  Indian Army Recruitment 2025: স্নাতক হলে ভারতীয় সেনায় চাকরির সুযোগ, বেতন ৫৬০০০ থেকে শুরু! জারি নিয়োগের বিজ্ঞপ্তি | Ndian Army Recruitment

বয়স সীমা

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে নূন্যতম 21 বছর থেকে সর্বোচ্চ 27 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবার বয়সের ছাড় দেওয়া হবে। SC/ST হলে আপনি 5 বছরের ছার পাবেন। OBC হলে 3 বছরের ছাড় পাবেন এবং PwBD হলে 10 বছরের ছাড় পাবেন। বয়স গণনা করা হবে 4ই মার্চ, 2025 তারিখ অনুযায়ী।

READ MORE:  ITBP Constable Recruitment 2025: ITBP-তে মাধ্যমিক পাসে প্রচুর কনস্টেবল নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি | Indo-Tibetan Border Police Job

মাসিক বেতন

CISF কনস্টেবল ড্রাইভার পদে চাকরি পেলে কেন্দ্র সরকারের বেতন কাঠামো হিসেবে প্রতি মাসে পে লেভেল-3 অনুযায়ী 21,700/- থেকে 69,100/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়া এর সঙ্গে অন্যান্য সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে যোগ্য চাকরিপ্রার্থীদের চারটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সেগুলি হল- লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতার পরীক্ষা (PET), ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। এই ধাপগুলি অতিক্রম করলেই এই পদে চাকরি পাওয়া যাবে।

কীভাবে আবেদন করবেন?

কনস্টেবল ড্রাইভার পদে আবেদন করার জন্য CISF-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে CISF-এর অফিসিয়াল ওয়েবসাইটে (cisfrectt.cisf.gov.in) যান।
  • এবার হোমপেজ থেকে “Login” অপশনে ক্লিক করুন।
  • নতুন আবেদনকারী হলে “NEW REGISTRATION” অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • লগইন করার পর নির্দিষ্ট তথ্য দিয়ে আবেদন ফরমটি পূরণ করুন। 
  • এরপর নির্ধারিত আবেদন ফি প্রদান করুন।
  • সম্পূর্ণ ফরম পূরণ করার পর একটি প্রিন্ট আউট ডাউনলোড করে রাখুন।
READ MORE:  EPFO Recruitment 2025: EPFO-তে প্রচুর কর্মী নিয়োগ, পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরাও করতে পারবেন আবেদন | Employees' Provident Fund Organisation Recruitment

আবেদন ফি

এই পদে আবেদন করার জন্য সাধারণ (UR), অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (EWS) এবং OBC প্রার্থীদের জন্য 100 টাকা আবেদন ফি দিতে হবে। তবে আপনি যদি SC, ST এবং প্রাক্তন সেনা হন তাহলে কোন রকম আবেদন ফি লাগবেনা।

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে ইতিমধ্যেই 3রা ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়ে গেছে। এই পদে আবেদন করার শেষ তারিখ 4ই মার্চ, 2025। তাই যারা আবেদন করবেন বলে ভাবছেন তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now

Scroll to Top