Samsung Galaxy A15: স্যামসাং ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, পুরানো ডিভাইসে আসছে OneUI 7.0 আপডেট | Samsung Galaxy A15 OneUI 7.0 Update

Samsung ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। আসলে সংস্থাটি শীঘ্রই পুরানো গ্যালাক্সি মডেলের জন্য লেটেস্ট ওয়ান ইউআই ৭.০ (OneUI 7.0) রোল আউট চলছে। গিজমোচায়না একটি রিপোর্টে জানিয়েছে, পুরোনো গ্যালাক্সি ডিভাইসের জন্য ওয়ান ইউআই ৭.০ পরীক্ষা শুরু করছে স্যামসাং। এই ওএস আপডেটের স্টেবল ভার্সন এখনও পর্যন্ত কেবল গ্যালাক্সি এস২৫ সিরিজে উপলব্ধ। ধীরে ধীরে অন্যান্য ডিভাইসেও আসতে শুরু করবে। তার মধ্যে একটি হবে Samsung Galaxy A15। কারণ স্যামসাংয়ের রিমোট টেস্ট ল্যাবে এই ফোনে ওয়ান ইউআই ৭.০ টেস্ট করা হচ্ছে।

READ MORE:  রাত পোহালেই লঞ্চ হচ্ছে Samsung-এর দুই নতুন 5G ফোন, সস্তায় পাবেন ট্রিপল ক্যামেরা | Samsung Galaxy M06 M16 5G India Launch Date 27 February

Samsung Galaxy A15 ব্যবহারকারীদের OneUI 7.0 স্টেবল আপডেটের জন্য অপেক্ষা করতে হতে পারে

স্যামসাংয়ের আরটিএল বা রিমোট টেস্ট ল্যাব একটি ভার্চুয়াল টেস্টিং প্রক্রিয়া যেখানে ডেভেলপার এবং টেস্টাররা ফিজিক্যাল হার্ডওয়্যার ছাড়াই ডিভাইসে সফ্টওয়্যার পরীক্ষা করতে পারে। সম্প্রতি কিছু ব্যবহারকারীকে আরটিএলে গ্যালাক্সি এ১৫ মডেলে ওয়ান ইউআই ৭.০ চালাতে দেখা গেছে। অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এ১৫ ফোনে শীঘ্রই আপডেট চলে আসতে পারে। এটি এখনও টেস্টিংয়ের পর্যায়ে রয়েছে। সেক্ষেত্রে স্টেবল আপডেট আসতে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে।

READ MORE:  লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy A06 5G-এর দাম, এত সস্তা সবাই কিনতে পারবে

Samsung Galaxy S25 সিরিজের কোনো এআই ফিচার পাওয়া যাবে না

Galaxy A15 ডিভাইসটি ২০২৩ সালে লঞ্চ হয়েছিল। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলবে। এখন এতে ওয়ান ইউআই ৭.০ আপডেট আসবে। ফিচারের দিক থেকে কুইক সেটিংস ও নোটিফিকেশনের জন্য স্প্লিট মোড যুক্ত হতে চলেছে। উপরন্তু, হোম এবং লক স্ক্রিনের জন্য আরো কাস্টমাইজেশন বিকল্প পাওয়া যাবে। তবে এআই ফিচার এই আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। কারণ এর হার্ডওয়্যার এআই ফিচার সাপোর্ট করে না।

READ MORE:  আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে সস্তা iPhone SE 4, কী কী ফিচার থাকবে দেখে নিন

এদিকে সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, Galaxy S24 FE ডিভাইসটি ৩১ মার্চের মধ্যে One UI 7.0 আপডেট পেতে পারে। এখন দেখার কোন ফোনে আগে লেটেস্ট কাস্টম স্কিনের আপডেট আসে।