লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

IRCTC Thailand Tour: কম খরচে বিদেশ ভ্রমণ, একদম সস্তায় থাইল্যান্ড নিয়ে যাচ্ছে IRCTC | Indian Railway Catering And Tourism Corporation Thailand Tour Package

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: বিদেশ ভ্রমণের ইচ্ছা কম বেশি আমাদের সকলের মধ্যেই রয়েছে। ঘুরতে যাওয়ার জন্য অনেকে আগাম প্ল্যান করে হয়তো টাকাপয়সা জমিও রাখেন। কিন্তু সমস্যা হল, কীভাবে যেতে হয়, কোথায় থাকা, কোথায় কোথায় ঘোরা ইত্যাদি বিষয়ে স্পষ্ট ধারণা অনেকেরই থাকে না। বিদেশ বিভূঁই বলে অনেক আশঙ্কাও থাকে। তবে এই সমস্যা এখন আর হবে না। কারণ IRCTC আপনার ঘুরিয়ে নিয়ে আসার পুরো দায়িত্ব গ্রহণ করছে, তাও আবার সুলভে।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

নামমাত্র খরচে ঘুরে আসুন থাইল্যান্ড

IRCTC থাইল্যান্ড ভ্রমণের জন্য নতুন একটা প্যাকেজ নিয়ে এসেছে। থাইল্যান্ড। এই দেশটাকে আমার অগুণতিবার দেখেছি টিভির পর্দায়। ঝাঁ চকচকে শহর, নীল সমুদ্র, সুন্দর বিচ, নাইট লাইফ… যেন এক টুকরো স্বর্গ। থাইল্যান্ড দক্ষিণ এশিয়ার সুন্দর দেশগুলির মধ্যে গণ্য হয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্র সৈকত দেশ-বিদেশের বিপুল সংখ্যক পর্যটককে আকর্ষণ করে।

READ MORE:  Child Aadhaar Card: বাচ্চাদের আধার কার্ড তৈরির সময় এই ভুলগুলি করবেন না, নাহলে অনেক সমস্যার সম্মুখীন হবে

কবে শুরু হচ্ছে ভ্রমণ?

থাইল্যান্ড নিরাপদে ঘুরতে চাইলে IRCTC আপনাকে সাহায্য করতে পারে। ট্যুর প্যাকেজটি ২৩শে মার্চ, ২০২৫ তারিখে জয়পুর থেকে শুরু হচ্ছে। থাইল্যান্ডের ব্যাংকক এবং পাটায়া এই প্যাকেজে রয়েছে। থাকবে গাইড ও বিমার সুবিধা। এর প্যাকেজ কোড হল NJO05। ট্যুর প্যাকজটি মোট ৫ রাত ৬ দিনের জন্য।


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

প্যাকেজের আওতায় আপনাকে ভারত থেকে বিমানের মাধ্যমে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হবে। পর্যটকদের অন্যান্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য থাকবে বাস। হোটেলের ব্যবস্থাও করে দেওয়া হবে। একজন ঘুরতে গেলে ৬২,৮৪৫ টাকা দিতে হবে। দু’জন এক সঙ্গে গেলে জনপ্রতি ভাড়া পড়বে ৫৪,৭১০ টাকা। আইআরসিটিসি-র এই ট্যুর প্যাকেজের নাম হল এক্সোটিক থাইল্যান্ড এক্স জয়পুর।

READ MORE:  IRCTC Puri Tour Package: নামমাত্র খরচ, সস্তায় পুরী ঘোরার সুবর্ণ সুযোগ দিচ্ছে রেল! প্যাকেজ জারি IRCTC-র | Indian Railways Puri Package
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.