Viral video: আইটেম গানে উদ্দাম কায়দায় নাচ রানী চ্যাটার্জির, ভিডিও ব্যাপক ভাইরাল ইন্টারনেট দুনিয়াতে

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের।

READ MORE:  অঞ্জনা সিংয়ের হট স্টাইল, ভিডিও দেখে নিয়ন্ত্রণহীন হয়ে গেলেন ভক্তরা

ভোজপুরি জগতের বোল্ড অভিনেত্রী রানী চ্যাটার্জি

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে সেলফি কুইন নামে পরিচিত অভিনেত্রী রানি চ্যাটার্জী তার সৌন্দর্যের পাশাপাশি তার চমৎকার অভিনয়ের জন্য কিন্তু বেশ পরিচিত। তার প্রত্যেকটি চরিত্র মানুষের এতটাই পছন্দ হয় যে সেখান থেকেই বোঝা যায় যে তার কতটা জনপ্রিয়তা রয়েছে। তার অভিনীত যে কোন গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে হয়ে যায় ব্যাপক ভাইরাল এবং প্রচুর ভিউসহ অনেকেই বেশ পছন্দ করেন সেই সমস্ত গানের ভিডিও। অভিনেত্রীর যে কোন গানের ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই ভিউ আসতে শুরু করে কোটি কোটি।

READ MORE:  Aashram 3: আশ্রম ২-এ এষা গুপ্তা ও ত্রিধা চৌধুরীর সাহসী পারফরমেন্স, দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে

ভাইরাল ভিডিওর বিবরণ

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে রানী চ্যাটার্জি ব্যাপক অন্তরঙ্গ কায়দায় রোম্যান্স করেছেন। এই আইটেম ডান্সে রানিকে ছোট পোশাকে নাচতে দেখা যায়। তাঁর আইটেম গান ‘3:30 মুন্নি জারুর মিলনা’ মানুষকে পাগল করে দিচ্ছে। প্রায় ১০ বছর আগে ভোজপুরি ছবি ‘দুলারা’ এর অংশ এটি। এই গানে রানি চ্যাটার্জি বলছেন, ‘জোরা জোরি কাইনেলা কালাহি গান্না কে খেত মে’। এতে রানীর সাথে নাচ করেছেন প্রদীপ পান্ডে। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

READ MORE:  ২০২১ এর মিস ইউনিভার্স হলেন ভারতের মেয়ে ভারতের হারনাজ সান্ধু

Scroll to Top