Samsung Galaxy S23 5G Price: ৪৪ হাজার টাকা ছাড়! Samsung Galaxy S23 5G ফোনের দামে বিরাট পতন | Samsung Galaxy S23 5G Discount

স্যামসাং প্রতি বছর একাধিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করে থাকে। যেকারণে নতুন মডেল এলেই দাম কমানো হয় পুরানো মডেলের। এখন যেমন কয়েক বছরের পুরানো Samsung Galaxy S23 5G বিশাল ছাড়ে কেনা যাচ্ছে। ডিভাইসটির দাম ৪৪ হাজার টাকা পর্যন্ত কমেছে। আর এই ফোনে আছে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যেকারণে হ্যান্ডসেটটি দুর্দান্ত পারফরম্যান্স এবং সেরা মোবাইল ফটোগ্রাফি অফার করবে। আসুন কোথায় Samsung Galaxy S23 5G কম দামে কেনা যাচ্ছে দেখে নেওয়া যাক।

READ MORE:  Samsung Galaxy A26-এর রেন্ডার ফাঁস, থাকবে 5000mah ব্যাটারি ও 120hz স্ক্রিন | Samsung Galaxy A26 Leaked Render Reveals

Samsung Galaxy S23 5G এর দামে বিরাট পতন

স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৫,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে এই প্রিমিয়াম ক্লাস ফোন ৪৬% ছাড়ে তালিকাভুক্ত হয়েছে। যারপর এটি মাত্র ৫২,০৭৯ টাকায় কেনা যাবে। এর অর্থ আপনি মোট ৪৪,০০০ টাকা সাশ্রয় করবেন।

এছাড়াও রয়েছে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার। অ্যামাজনে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে ২,০০০ টাকা সরাসরি ছাড় মিলবে। আর অতিরিক্তভাবে আপনি অ্যামাজন পে ব্যালেন্সের মাধ্যমে ১,৫৬২ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। যদি আপনার বাজেট টাইট হয় তাহলে ইএমআই বিকল্পও আছে। ইএমআই-তে প্রতি মাসে মাত্র ২,৩৪৫ টাকা করে পরিশোধ করতে হবে। তবে অফার এখানেই শেষ নয়। অ্যামাজন ক্রেতাদের পুরানো স্মার্টফোন বদলে ২২,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে।

READ MORE:  বাজার কাঁপাতে 200 মেগাপিক্সেল ক্যামেরার আল্ট্রা-স্লিম স্মার্টফোন আনছে Samsung

Samsung Galaxy S23 5G এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনে আছে অ্যালুমিনিয়াম ফ্রেম। এটি IP68 রেটিং সহ এসেছে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.১-ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১৭৫০ নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। এতে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

READ MORE:  iPhone 17 Series Launch Timeline: iPhone 17 সিরিজে চমকের শেষ থাকবে না, বড় ডিসপ্লে সহ থাকবে আরও ভালো সেলফি ক্যামেরা | iPhone 17 Plus Price

ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি স্মার্টফোনে ৫০+১০+১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেন্সর বর্তমান। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এতে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Scroll to Top