KKR Captain: শ্রেয়সের পর KKR অধিনায়ক হচ্ছেন এই চেনা মুখ! সম্ভাব্য তালিকায় আরও ৪ জনের নাম | Kolkata Knight Riders Possible Captain

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বর্তমান অধিনায়ক কে? প্রশ্নটা গুগলের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হলে এখনও শ্রেয়স আইয়ারের নামটাই তুলে ধরে টেক জায়ান্ট। তবে বাস্তবিক অর্থে তিনি এখন পাঞ্জাব কিংসের অধিনায়ক। গত নভেম্বরের IPL নিলামের আগেই তাঁকে দল ছাড়া করেছে KKR।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এমতাবস্থায়, দক্ষ নেতার অভাবে ভুগছে কলকাতা। বারংবার প্রশ্ন উঠছে, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আসন্ন IPL। এহেন আবহে আর কবে অধিনায়কের নাম ঘোষণা করবে ভেঙ্কি মাইসোরের দল? এবার সেই প্রশ্নের উত্তর দিতেই পছন্দের তালিকায় থাকা 5 সম্ভাব্য অধিনায়কের মধ্যে যেকোনও একজনকে বেছে নিতে পারে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। দেখে নিন নাইট শিবিরের অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন কারা?

অধিনায়ক হচ্ছেন অজিঙ্কা রাহানে?

গত IPL মরসুমে কলকাতার নাইট রাইডার্সকে জয় পাওয়ানো অধিনায়ক আইয়ারকে দল থেকে পাদ দেওয়ার পরই একজন সুদক্ষ্য অধিনায়কের খোঁজ করছিল নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। এহেন আবহে নভেম্বরের নিলাম পর্ব চলাকালীন দ্বিতীয় দিন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্কা রাহানেকে দেড় কোটি দিয়ে দলে টেনে নেয় KKR। এখন প্রশ্ন তাঁকেই কী অধিনায়ক করা হবে?


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বেশ কিছু সূত্র বলছে, অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এই ভারতীয় তারকাকে সম্ভাব্য অধিনায়কদের তালিকায় প্রথমে রাখা হয়েছে। তবে প্রকাশ্যে আসা কিছু রিপোর্ট সেই সম্ভাবনায় জল ঢালছে। বলা হচ্ছে, রাহানেকে যদি অধিনায়ক করার ভাবনা চিন্তা থাকতো কলকাতার, তাহলে তাকে অকশনের দ্বিতীয় দিন কেনার সিদ্ধান্ত নিত না শাহরুখের ম্যানেজমেন্ট। এখন দেখার মার্চের আগে তাঁকে দলের নেতৃত্ব দেওয়া হয় কিনা।

READ MORE:  Samsung Galaxy A16 5G Price: ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার Samsung Galaxy A16 5G সবচেয়ে কম দামে, ৬ বছরে খারাপ হবে না

তালিকার দ্বিতীয় ভাগে ভেঙ্কটেশ

কলকাতার নাইট রাইডার্সের অধিনায়ক হবেন বিশ্বস্ত ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। এমন সমগোত্রীয় মানসিকতা নিয়েই IPL এর দিন গুনছিল নাইট সমর্থকরা। তবে সেই সম্ভাবনায় জল ছিটিয়ে দেয় রাহানের দলে অন্তর্ভুক্তি। শুরুর দিকে শ্রেয়স আইয়ারের পরিবর্তে আরেক আইয়ারকে দলের নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত ম্যানেজমেন্ট না নিলেও KKR ভক্তরা একপ্রকার নিয়ে ফেলেছিলেন। আর সেই সূত্র ধরেই, নাইট শিবিরের সবচেয়ে দামি খেলোয়াড়কে সম্ভাব্য অধিনায়কের তালিকায় দ্বিতীয় স্থানে রাখা হয়েছে।

READ MORE:  U 19 World Cup: দ্বিতীয়ার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততেই ভরে গেল ঝুলি, তৃষাদের কত টাকা দিল BCCI? | Board of Control for Cricket in India Prize Money For Women Team India

সুযোগ পেতে পারেন নারিন

সম্ভাবনা প্রবল না হলেও কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য অধিনায়কদের তালিকায় তৃতীয় স্থানে জায়গা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ধুরন্ধর অলরাউন্ডার তথা KKR-এর পুরনো সৈনিক সুনীল নারিনের। বেশ কিছু রিপোর্ট মারফত খবর, 2012 সাল থেকে কলকাতা দলে থাকা এই খেলোয়াড়কে আসন্ন মরসুমে দলের অধিনায়কত্ব দিলে খুব একটা চমকে যাওয়ার মত কিছু থাকবে না।

নেতৃত্ব পেতে পারেন নারিন সতীর্থ

কলকাতা নাইট রাইডার্স ও আবুধাবি নাইট রাইডার্সের পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলা আক্রমাত্মক অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে সম্ভাব্য অধিনায়কদের তালিকায় চতুর্থ স্থানে জায়গা দিয়েছে বিভিন্ন রিপোর্ট। মনে করা হচ্ছে, দলের হয়ে গুরু দায়িত্ব পালনকারী এই ওয়েস্ট ইন্ডিজ তারককে আসন্ন মরসুমে যোগ্যতার বিচারে অধিনায়কত্ব দিতে পারে ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন: ঘরের মাঠেই বধ কেরালা, লিগ শিল্ড জিততে আর কত পয়েন্ট দরকার মোহনবাগানের?

সব শেষে রিঙ্কু সিংয়ের নাম

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে নাম-জস-খ্যাতি সবই একসাথে অর্জন করেছেন ভারতের তরুণ ফিনিশার রিঙ্কু সিং। তবে সম্প্রতি তিনি চোট আঘাতে জর্জরিত ছিলেন। এই কারণকে সামনে রেখেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টির একটি ম্যাচে নামা হয়নি তাঁর। মনে করা হচ্ছে দলের অন্যতম ভরসার জায়গা তথা শাহরুখের প্রিয় পাত্র রিঙ্কুকে আসন্ন মরসুমের জন্য অধিনায়ক ঘোষণা করতে পারে KKR।

READ MORE:  IPL 2025: IPL-এ ঘটবে বিরল ঘটনা! মুম্বইয়ের বিপক্ষে মাত্র একবার মাঠে নামবে KKR ও RCB, কিন্তু কেন? | KKR And RCB Will Plan Against MI Only Once
Scroll to Top