Phone SE 4 থেকে Nothing Phone 3a, শীঘ্রই এই পাঁচ স্মার্টফোন আসছে বাজারে

আপনি কি নতুন ফোন কিনতে চান? তাহলে কয়েকদিন অপেক্ষা করে যান। আসলে শীঘ্রই বাজারে আসছে নতুন পাঁচটি স্মার্টফোন। এই ডিভাইসগুলির মধ্যে আছে iPhone SE 4 থেকে Nothing Phone 3a। এর মধ্যে একটি ফোল্ডেবল স্মার্টফোনও আছে। আসুন ডিভাইসগুলির নাম ও ফিচার জেনে নেওয়া যাক।

সেরা ৫ আপকামিং স্মার্টফোন লিস্ট

iPhone SE 4

আর কিছুদিনের মধ্যে বাজারে লঞ্চ হবে বহু প্রতীক্ষিত iPhone SE 4। এটি কোম্পানির সবথেকে সস্তা আইফোন হতে পারে। বড় ডিসপ্লে, আরও ভালো ডিজাইন, A18 বায়োনিক প্রসেসর, অ্যাপল ইন্টেলিজেন্স, কাস্টম ৫জি চিপ-সহ একাধিক ফিচার নিয়ে হাজির হতে চলেছে এই হ্যান্ডসেট। দাম হতে পারে ৫০ হাজার টাকা আশেপাশে।

READ MORE:  ঝড় তুলতে আসছে Google Pixel 9a, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে বড় ডিসপ্লে, দাম ফাঁস

Nothing Phone 3a

আইফোন পছন্দ না হলে, আসছে নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন Nothing Phone 3a। ৪ মার্চ এটি লঞ্চ হওয়ার কথা। ভারতে নাথিং ফোনের একটি বড় গ্রাহক বেস রয়েছে। এই মডেলে Snapdragon 7s Gen 3 প্রসেসর থাকতে পারে, যা অত্যন্ত শক্তিশালী এবং গেমিংয়ের জন্য দুর্দান্ত। ফোনের সম্ভাব্য দাম শীঘ্রই প্রকাশ হতে পারে।

READ MORE:  Best Smartphone Under 12000: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi, OnePlus, Poco স্মার্টফোন, দাম শুরু ১০৯৯৯ টাকা থেকে | Best Smartphone 108 Megapixel Camera

Oppo Find N5

তৃতীয় মডেলটি হল Oppo Find N5। নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোনের ঘোষণা নিশ্চিত করেছে ওপ্পো। এটি ২০ ফেব্রুয়ারি লঞ্চ হওয়ার কথা। কোম্পানির দাবি, এই ফোনের ওজন হবে ২৩০ গ্রাম এবং পাওয়া যাবে লেটেস্ট Snapdragon ৮ Elite প্রসেসর, যা সদ্য লঞ্চ হওয়া Samsung Galaxy S25 সিরিজেও রয়েছে।

iQOO 10R

আরও একটি সেরা ফোন আসতে চলেছে যেখানে দুর্ধর্ষ ক্যামেরা পাওয়া যাবে। এটি হল iQOO 10R। ১১ মার্চ এই ফোন লঞ্চ হবে। এটির দাম থাকতে পারে ৩০ হাজার টাকা। এই ফোনে ১২ জিবি RAM, ৬.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে, Snapdragon 8s Gen 3 প্রসেসর পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

READ MORE:  Nothing Phone 3a Price: প্রথম সেলে অবিশ্বাস্য দামে Nothing Phone 3a, ২০ হাজার টাকার কমে ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা | 50 Megapixel Smartphone Under 20000

Google Pixel 9a

তালিকায় শেষ স্মার্টফোনটি হল Google Pixel 9a। গুগলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের নতুন মডেল। ডুয়েল ক্যামেরা সেটআপ, Tensor G4 চিপ, ৮ জিবি RAM নিয়ে বাজারে হাজির হতে পারে এই প্রিমিয়াম স্মার্টফোন। Google Pixel 9a এর দাম থাকতে পারে ৫০ হাজার টাকার আশেপাশে।

Scroll to Top