নতুন আইফোনের বদলে হু হু করে বিক্রি হচ্ছে পুরানো আইফোন, কারণ জানেন তো?

সোশ্যাল মিডিয়ায় সর্বত্র জেন-জি গ্রাহকদের ট্রেন্ড। তাদের আধিপত্যটাই বেশি। যে কারণে তাদের পছন্দ-অপছন্দটাই সবথেকে বেশি প্রাধান্য পায় বর্তমান সমাজে। সম্প্রতি একটি নতুন ট্রেন্ড নজর কেড়েছে ফোনের দুনিয়ায়, যার পোশাকি নাম Youngtro। এটি এসেছে দক্ষিণ কোরিয়ার ভাইরাল কে-ট্রেন্ড থেকে। মূলত, এই গল্পের মুখ্য চরিত্র পুরানো আইফোন।

আইফোন ৬এস, প্রথম প্রজন্মের আইফোন এসই-কে ঘিরে এই ট্রেন্ড। এগুলির ভিন্টেজ অ্যাসথেটিক এবং ইউনিক ফটো কোয়ালিটি নজর কেড়েছে তাদের। ইয়ংট্রো নামে পরিচিত এই ট্রেন্ডে ক্লাসিক ডিজিটাল ক্যামেরার পুনরুত্থানও দেখা গিয়েছে। এমনকী সেলিব্রিটিরাও যোগ দিচ্ছেন। তরুণদের মধ্যে রেট্রো প্রযুক্তির আবেদন বাড়িয়ে তুলছেন তারা।

READ MORE:  ইউনিক ক্যামেরা ডিজাইন সহ আসছে আইফোন ১৭ ও আইফোন ১৭ প্রো, ফাঁস হল প্রথম ছবি

কেন পুরনো আইফোনে ফিরে যাচ্ছে জেন-জি?

অনেকের মতে, এই ডিভাইসগুলির ধরণ এবং ছবি তোলার অভিজ্ঞতা আলাদা। এগুলি সাধারণত অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের যুগের আইফোন মডেল। জেন-জি’দের কাছে এই ফোনগুলির মসৃণ ডিজাইন, নরম টোন, ভিন্টেজ অনুভূতির জন্য জনপ্রিয় হয়ে উঠেছে, যা আধুনিক এআই চালিত ক্যামেরাতে নেই।

২০১৬ সালে বাজারে আসে প্রথম প্রজন্মের আইফোন এসই মডেল। ক্রমবর্ধমান চাহিদার কারণে বর্তমানে এটি “iPhone SE Phenomenon” নামে পরিচিত। কোরিয়ান সেকেন্ড-হ্যান্ড প্ল্যাটফর্ম বুঙ্গাইজ্যাংটারের পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে আইফোন ৬এস এর লিস্টিং আগের বছরের তুলনায় ৫১৯% বৃদ্ধি পেয়েছে। বিক্রি বেড়েছে ২৮%।

READ MORE:  অ্যাপলের সবচেয়ে সস্তা আইফোন আসছে বাজারে, লঞ্চ আগামী সপ্তাহেই!

কোরিয়া টাইমস-এর সঙ্গে সাক্ষাৎকারে একজন শিক্ষার্থী বলেন, “স্টিভ জবসের যুগের পুরনো আইফোনের ডিজাইন আমার কাছে সাম্প্রতিক মডেলের তুলনায় বেশি ভিনটেজ এবং নান্দনিকভাবে মনোরম মনে হয়।” আরও এক জন বলেন, “পুরানো আইফোন দিয়ে তোলা ছবিগুলোর রঙ নতুন মডেলের ছবিগুলোর তুলনায় বেশি অনন্য।”

ট্রেন্ডে গা ভাসিয়ে ২৩ বছর বয়সী লি জি-সু বলেই দিয়েছেন, আইফোন ৬-কে সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার শুরু করেছেন। তিনি বলেন, “আমার সমবয়সীদের মধ্যে, পুরনো আইফোনগুলোর ছবি নতুন মডেলে তোলা ছবিগুলোর তুলনায় বেশি জনপ্রিয়।”

READ MORE:  Nothing Phone 3a লঞ্চ হচ্ছে 4 মার্চ? বড় ইঙ্গিত দিল ফ্লিপকার্ট

Scroll to Top