লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

স্বামী-সন্তানকে নিয়ে মহাকুম্ভে পুণ্যস্নান ‘অনুপমা’র, সোশ্যাল মিডিয়ায় কি লিখলেন রূপালি?

Published on:

ভারতবর্ষের জুড়ে মানুষ এখন যাচ্ছে শুধুই মহাকুম্ভের মেলায়। বর্তমান সময়ে দাঁড়িয়ে মহাকুম্ভের মেলা (Mahakumbhmela) ভারতবর্ষের অন্যতম আলোচিত বিষয় এবং খবরের আখড়া হয়ে উঠেছে। চলতি মাসের ২৬ শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী সপ্তাহের মহা শিবরাত্রির দিন শেষ হয়ে যাবে মহাকুম্ভের মেলা।

বলাই বাহুল্য, ইতিমধ্যে ৫০ কোটি মানুষ এই মেলায় এসেছেন বলে দাবি করেছে উত্তর প্রদেশ সরকার। শুধু কি তাই মহা শিবরাত্রির বিশেষ পূণ্য তিথিতে মহাকুম্ভে পৌঁছানোর জন্য কাতারে কাতারে মানুষের ভিড়। ইতিমধ্যেই নয়া দিল্লি স্টেশনে ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা। এই মহাকুম্ভের মেলার কারণে ইতিমধ্যেই পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন বহু মানুষ। কিন্তু ভক্তদের উন্মাদনা কমেনি।

READ MORE:  Porshuram Ajker Nayok: TRP তালিকায় ঝড় তুলবে ডাবল রোল, 'পরশুরাম আজকের নায়ক'র দিনক্ষণ সহ টাইমস্লট | Star Jalsha Announce Porshuram Ajker Nayok Serial Starting Date And Time Slot

উল্লেখ্য, শুধু সাধারণ মানুষ নন, সাধারণ মানুষের পাশাপাশি বহু সেলিব্রিটিও মহাকুম্ভের মেলায় স্নান করেছেন ইতিমধ্যেই আমরা প্রত্যক্ষ করেছি।‌ আর এবার মহাকুম্ভের মেলায় সপরিবারে পূণ্য স্নান করলেন ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুপমার নায়িকা রূপালী গাঙ্গুলী (Rupali Ganguly) । নিজের স্বামী ও ছেলেকে নিয়ে প্রয়াগরাজে গিয়ে পূণ্য অর্জন করলেন নায়িকা।

নিজের পূণ্য অর্জনের স্নানের ভিডিও নিজের সমাজ মাধ্যমে সমস্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনুপমা খ্যাত নায়িকা। সঙ্গমে স্নানের পাশাপাশি পূজা অর্চনাও করেছেন তিনি সেখানে। এবং সেই সমস্ত ছবিও ভাগ করে নিয়েছেন সমাজের মাধ্যমে।

READ MORE:  বেডরুমে ‘আজ কি রাত‘ গানে অঞ্জলী আরোরার দুর্দান্ত নাচ, কিউট নাচের স্টাইল প্রশংসা করেছে মানুষ

একইসঙ্গে অভিনেত্রী ভাগ করে নিয়েছেন নিজের অনুভূতির কথা। একটি ভিডিও পোস্ট করে লেখেন, এ যেন বিশ্বাসের যাত্রা…, সারাজীবনের জ্ঞানের অভিজ্ঞতা।‌ গোটা জীবনের স্মৃতি। এই অভিজ্ঞতা আমার আত্মার সঙ্গে গেঁথে রইলো। তিনি লেখেন, মহাকুম্ভে, আমরা কেবল গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমে ডুব দিইনি। অনুভব করেছি এক অলৌকিক শক্তিকে। অনুভব করেছি নিজের ভক্ত বিশ্বাসকে। বলাই বাহুল্য, আর এই ভক্তি বিশ্বাসের টানেই প্রতিদিন প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ মহাকুম্ভে পূণ্য অর্জন করতে যাচ্ছেন।

READ MORE:  প্রতিটি দৃশ্যে রোমান্সের ঝলক, সাহসিকতার সীমা ছাড়ানো এই ওয়েব সিরিজ দেখলে চমকে যাবেন!

 

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.