শ্বেতা মিত্র, কলকাতা: সিরিয়াল দেখতে পছন্দ করেন না এমন মানুষকে খুঁজে পাওয়া মুশকিল। বর্তমানে যত সময় এগোচ্ছে ততই যেন ধারাবাহিকগুলির জনপ্রিয়তা তুঙ্গে উঠছে। আবার এক ধার দিয়ে সিরিয়াল শুরু হচ্ছে তো আবার এক ধাক্কায় কিছু সিরিয়াল বন্ধও হয়ে যাচ্ছে। এর বড় কারণ অবশ্যই হল টিআরপি।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
স্টার কাস্ট যতই ভালো হোক না কেন, TRP যদি না ভালো হয় তাহলে সেই মেগার পথচলাটা অনেক সময়ে মাঝপথেই থেমে যায়। স্টার জলসা থেকে শুরু করে জি বাংলা, সান বাংলা, কালার্স বাংলার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে এবার টলি পাড়া থেকে যে খবর উঠে আসছে তা জানার পর মন খারাপ হতে পারে আপনারও। জানা যাচ্ছে, জি বাংলার এক মেগা শীঘ্রই নাকি শেষ হতে চলেছে। আর এই নিয়ে ইঙ্গিত অবধি দিয়েছেন অভিনেত্রী।
বন্ধ হচ্ছে জি বাংলার এই মেগা?
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন সিরিয়াল নিয়ে কথা হচ্ছে? তাহলে জানিয়ে রাখি, সেই মেগার নাম হল ‘মিঠিঝোরা’। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই মেগার মুখ্য ধারাবাহিকে অভিনয় করা রাই ওরফে আরাত্রিকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এমন এক জিনিস পোস্ট করেছেন যা দেখার পর সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন দর্শকরা।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
এমনিতেই অভিনেত্রী সামাজিক মাধ্যমে যথেষ্ট সক্রিয়। এদিকে সম্প্রতি আরাত্রিকা সিরিয়ালের সেট থেকে একটি ছবি পোস্ট করেন। আর যাতে লেখা রয়েছে, ‘চেষ্টা প্রভাব ফেলে না, টিআরপি প্রভাব ফেলে।’ আর এই পোস্ট দেখে নেটিজেন থেকে শুরু করে দর্শকরা প্রশ্ন তুলছেন, তাহলে কি মিঠিঝোরা শেষ হয়ে যাচ্ছে? এই বিষয়ে অবশ্যই কেউ খোলসা করে কিছু জানাননি।
মন খারাপ দর্শকদের
লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিকটি নিয়ে আলোচনার শেষ নেই। নিজের মায়ের পেটের বোন নিজের দিদির জীবনে একের পর এক সর্বনাশ কীভাবে ডেকে আনতে পারে সেই নিয়ে ওঠে প্রশ্ন। দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে জি বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিক। শুরুতে টিআরপিতে ভালো ফল করতে না পারলেও গল্পের চরিত্রগুলো বেশ পছন্দের ছিল দর্শকের। তিন বোনের জীবনের গল্প নিয়েই এগিয়েছে ধারাবাহিকের গল্প। তবে ধীরে ধীরে এই গল্প যেদিকে এগোতে থাকে তা সকলকে অবাক করে দেয়। যাইহোক, এই সিরিয়াল বন্ধ হচ্ছে কিনা সেদিকে নজর থাকবে দর্শকদের।