ভারতবর্ষের সিনেমার ইতিহাসে কালজয়ী সিনেমা হিসেবে চিহ্নিত থাকবে রমেশ সিপ্পি পরিচালিত সিনেমা শোলে। ১৯৭৫ সালের ১৫ ই অগাস্ট মুক্তি পেয়েছিল বলিউডের সর্বাপেক্ষা জনপ্রিয় এই সিনেমা। উল্লেখ্য, ৪৬ বছর পার করেও আজও এই সিনেমার বিভিন্ন ডায়লগ, চরিত্র সমানভাবে দর্শকদের কাছে জনপ্রিয়।
বলাই বাহুল্য, সেই সময় দাঁড়িয়ে প্রায় সমস্ত পুরস্কারই জিতে নিয়েছিল এই জুটি। আজও জয়-বীরুর কেমিস্ট্রিতে আজও মুগ্ধ ভারতীয় সিনেমা কুল। এই সিনেমাতে এই দুই চরিত্রে ছিলেন অভিনেতা ধর্মেন্দ্র ও বলিউডি তারকা অমিতাভ বচ্চন। একইসঙ্গে এই সিনেমায় জনপ্রিয় চরিত্র হয়ে উঠেছিলেন গব্বর সিং। আর এই চরিত্রে অভিনয় করেন অভিনেতা আমজাদ খান।
পর্দায় আজও আমজাদ খান ও অমিতাভ বচ্চনের লড়াইয়ের ছবি দর্শকদের চোখের সামনে ভেসে ওঠে। তবে জানেন কী সেলুলয়েডের পর্দায় একে অপরের পরম শুত্রু হলেও বাস্তবে কিন্তু খুবই ভালো বন্ধু ছিলেন দুজনেই। এইসঙ্গে এই সিনেমা নিয়ে আরও একটি তথ্য জানা যায়। কি সেই তথ্য?
জানা যায়, বক্স অফিস কাঁপানো এই সিনেমায় গব্বরের চরিত্রে আমজাদ খান ছিলেন না প্রথম পছন্দ। বলিউডের এক নামজাদা অভিনেতার কাছে গিয়েছিল এই চরিত্রের প্রস্তাব। তিনি প্রস্তাব গ্রহণ না করায় এই চরিত্রের অফার পান আমজাদ খান।
শোলে ছবির এই দুর্ধর্ষ চরিত্র ফিরিয়ে দিয়েছিলেন দু’দু জন অভিনেতা। জানা যায় গব্বরের চরিত্রে প্রথম অফার গিয়েছিল বলিউডের তৎকালীন সুপার ভিলেন ড্যানির কাছে। তিনি সেই সময় মুম্বাইতে ছিলেন না তাই অফার ফিরিয়ে দেন। ড্যানির পর অফার যায় রঞ্জিতের কাছে। তিনিও সেই সময় বলিউডের নামজাদা ভিলেন। তিনি না বলায় অফার পেয়েছিলেন আমজাদ খান।