লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Petrol Diesel Price Today: প্রায় ১ টাকা বাড়ল পেট্রলের দাম, আজ ডিজেলের রেট কত? | Petrol And Diesel Fuel Price Today

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক বাজারে আবারও বড়সড় পরিবর্তন দেখা গেছে। তবে এবার এই পরিবর্তন হয়েছে অপরিশোধিত তেলে। বর্তমানে অপরিশোধিত তেলের দাম ৭৬ মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। তবে এখানেই শেষ নয়। এর মধ্যে দেশের সরকারি তেল কোম্পানিগুলি আজ অর্থাৎ, ১৯শে ফেব্রুয়ারি, বুধবার পেট্রোল ও ডিজেলের নতুন দাম (Petrol Diesel Price Today) আপডেট করেছে। যদিও কেন্দ্রীয়ভাবে আজ কোনরকম মূল্য পরিবর্তন করা হয়নি, তবে বিভিন্ন রাজ্যের স্থানীয় কর ও অন্যান্য চার্জের কারণে কিছু কিছু শহরের তেলের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোথায় কত পরিবর্তন হয়েছে? | Today Petrol and Diesel Price |

সংবাদসূত্রের খবর অনুসারে, আজকের দিনে কিছু শহরে পেট্রোল এবং ডিজেলের মূল্যে ওঠানামা লক্ষ্য করা গেছে। উদাহরণস্বরূপ-

READ MORE:  তুরবত শহরে কবজা, পাকিস্তানের থেকে আলাদা হচ্ছে বেলুচিস্তান! ভারতের সাহায্য চাইছে বিদ্রোহীরা

তিরুবন্তপুরম- যদি আমরা তিরুবন্তপুরমের দিকে লক্ষ্য করি তাহলে এখানে পেট্রোলের দাম ১৮ পয়সা বেড়ে হয়েছে ১০৭.৪৮ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৩০ পয়সা বেড়ে হয়েছে ৯৬.৪৮ টাকা প্রতি লিটার।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

জয়পুর- জয়পুরে যদি খেয়াল করি তাহলে পেট্রোলের দাম ৯৯ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৫.৪০ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৯ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯০.৮২ টাকা প্রতি লিটার।

ভুবনেশ্বর- ভুবনেশ্বরের দিকে যদি দেখি তাহলে পেট্রোলের দাম এখানে ২৮ পয়সা কমে হয়েছে ১০১.১১ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ২৭ পয়সা কমে হয়েছে ৯২.৭৯ টাকা প্রতি লিটার। 

READ MORE:  কমদামে অজস্র ফিচার্স, ভারতে লঞ্চ হল Apple-র সবথেকে সস্তার IPhone 16e

পাটনা- পাটনাতে পেট্রোলের দাম ১২ পয়সা কমে হয়েছে ১০৫.৪১ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ১১ পয়সা কমে হয়েছে ৯২.২৬ টাকা প্রতি লিটার। 

কোন শহরগুলিতে জ্বালানির দামে কোন রকম পরিবর্তন হয়নি?

ভারতের বেশ কিছু বড় বড় শহরে জ্বালানির দামে আজ কোনরকম পরিবর্তন লক্ষ্য করা যায়নি। যেমন কলকাতায় আজ পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯১.৭৬ টাকা প্রতি লিটার। দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা প্রতি লিটার। আবার মুম্বাইতে আজ পেট্রোলের দাম ১০৩.৪৪ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৯.৯৭ টাকা প্রতি লিটার। এছাড়া চেন্নাইতে পেট্রোলের দাম আজ ১০১.০৩ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯২.৬১ টাকা প্রতি লিটার।

READ MORE:  Gold Price: ৯০ হাজার থেকে সোজা ৫৫ হাজারে! সোনার দামে নামতে পারে বিশাল ধস | Gold Prices Could See A Huge Drop

আজকের সর্বশেষ আপডেট অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ওয়েল প্রতি ব্যারেলে ৭৫.৯৭ মার্কিন ডলারের ট্রেড করেছে যেখানে WTI ক্রুড প্রতি ব্যারেল ৭২ মার্কিন ডলারে ট্রেড হয়েছে। তবে এ সত্ত্বেও জ্বালানির দামে তেমন কোন ওঠানামা দেখা যায়নি।

মূল্য পরিবর্তনের মূল কারণ কী?

পেট্রোল এবং ডিজেলের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলে দামের ওঠানামার উপর। এছাড়াও কেন্দ্র এবং রাজ্য সরকারের করনীতি, পরিবহন খরচ, স্থানীয় কর, ডিস্ট্রিবিউশন চার্জ ইত্যাদির উপরেও জ্বালানির মূল্য নির্ভর করে থাকে। যদিও আজ আন্তর্জাতিক বাজারে ক্রুড ওয়েলের দাম কিছুটা বেড়েছে, তবে ভারতীয় বাজারে জ্বালানির দামে কোন বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যায়নি।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.