এক হাতে লাঠি, বুকে জড়িয়ে শিশু! মা সব পারে, RPF কনস্টেবলের ভিডিও মন কেড়েছে নেটিজেনদের

একজন নারী নিজের ইচ্ছে শক্তি, মনের জোরের জেরে সবকিছু করতে পারে। আর যদি তিনি একজন মা হন তাহলে তিনি তো নিজের সন্তানের জন্য যে কোন‌ও মূল্য চোকাতে প্রস্তুত থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক আরপিএফ কনস্টেবলের ছবি। যেখানেই তাকে দেখা গেছে হাতে ব্যাটন আর বুকে দুধের শিশুকে নিয়ে নিজের ডিউটি করতে।

বলাই যায় এই ছবি রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে। দিল্লি স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাওয়ার পর এই ভিডিও ভাইরাল হয়। মহাকুম্ভের মেলায় যাওয়ার ট্রেন ধরতে গিয়ে ১৮ জনের পদপিষ্ট হওয়ার দুর্ঘটনা ঘটে যাওয়ার পর রাতারাতি ছুটি বাতিল হয়ে যায় রীনা নামক ওই কনস্টেবলের। নিজের ছোট্ট শিশু পুত্রকে নিয়েই কাজে যোগ দেন রীনা।‌

READ MORE:  স্বপ্না চৌধুরীর দিন শেষ, ৭০ ঊর্ধ্ব বৃদ্ধেরও ঘাম ঝরাচ্ছেন হরিয়ানভি ডান্সার সুনিতা বেবি

এই ছবি ভাইরাল হতেই অনেকে তার প্রশংসা করলেও কেউ কেউ রীনার স্বামীকে কটাক্ষ করেছেন। একজন নারী তো বাড়ি বাইরে পুরোটা সামলায় তাহলে একজন পুরুষ কেন নিজের সন্তানের এইটুকু দায়িত্ব নিতে পারবে না? প্রশ্ন তুলেছেন সবাই।

এই বিষয়ে জানা গেছে তিন সন্তানের মা রীনা। দুই কন্যা সন্তান এক পুত্র সন্তান। পুত্রের বয়স মাত্র ১। ‌ দিল্লি স্টেশনে ঘটে যাওয়া দুর্ঘটনার দিন ছুটিতে ছিলেন রীনা। কিন্তু দুর্ঘটনার জেড়ে বাতিল হয়ে যায় ছুটি। পরের দিনই কাজে আসতে হয় তাকে। দুই মেয়েকে ডে কেয়ারে রেখে এলেও ছেলেকে রাখা সম্ভব নয়। একরত্তি যে।‌ আর তাই ছেলেকে সঙ্গে নিয়ে ডিউটিতে আসেন তিনি। ‌

READ MORE:  মেয়ের নির্মম অত্যাচারের শিকার মা! ভিডিও দেখে শিউরে উঠল নেটদুনিয়া

তবে রীনা যে এক আদেশ সেবার কাজে নিযুক্ত তা নয়, তার স্বামীও একজন জ‌ওয়ান।‌ জম্মু-কাশ্মীর রয়েছেন তিনি। বাড়িতে তার শিশুদের দেখাশোনা করার জন্য রিনার বাবা-মা, শ্বশুর শাশুড়ি কেউ নেই।‌ আর তাই ভরসা ডে কেয়ার। যদিও নিজের শিশু পুত্রকে ডে কেয়ারে রাখতে পারেন না তিনি তাই সঙ্গে করে নিয়ে আসেন তাকে।

READ MORE:  Zee Bangla: জি বাংলার মেগায় তোলপাড় কাণ্ড! আচমকাই সিরিয়াল ছাড়ছেন অভিনেতা | Soumyadeep Mukherjee opens up about Getting of From Jagaddhatri Serial

 

Scroll to Top