শ্বেতা মিত্র, কলকাতা: দোলের আগেই কার্যত ফের ভাগ্য বদলে যেতে চলেছে চাকুরীজীবিদের। সবকিছু ঠিকঠাক থাকলে সকলের ব্যাঙ্কে বাড়তি টাকার ক্রেডিট হতে চলেছে। আসলে দেশের বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা TCS-এর কর্মীদের জন্য সুখবর অপেক্ষা করছে। দোলের আগে নাকি টাটা কনসালটেন্সি সার্ভিসেস ৪ থেকে ৮ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে। কোম্পানিটি মার্চ মাসে বার্ষিক বেতন বৃদ্ধির পরিকল্পনা করছে। টিসিএস কর্মীরা ২০২৫ সালের এপ্রিল মাসের বেতন থেকে বর্ধিত বেতন পাবেন বলে আশা করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
TCS কর্মীদের জন্য দারুণ সুখবর
মিডিয়া রিপোর্ট অনুসারে, ২০২২ অর্থবছরে (FY22), TCS তার কর্মীদের গড় বেতন ১০.৫% বৃদ্ধি দিয়েছে, এরপর ২০২৪ সালে (FY24) তা কমে ৭-৯%-এর মধ্যে নেমে এসেছে। এখন ২০২৫ সালে, বেতন বৃদ্ধি আরও ৪-৮% হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৪) টিসিএস ১২,৩৮০ কোটি টাকার নিট মুনাফা করেছে, যা বার্ষিক (বছর-বৎসর) ৫.৫% বৃদ্ধি দেখায়।
কয়েক হাজার নিয়োগের পরিকল্পনা
শুধু বেতনই নয়, সেইসঙ্গে কয়েক হাজার কর্মীকে নিয়োগ করবে কোম্পানি বলে খবর। বর্তমানে টিসিএসে ৬,০৭,৩৫৪ জন কর্মচারী কর্মরত আছেন এবং ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে ৪০,০০০ নতুন ফ্রেশার নিয়োগের পরিকল্পনা রয়েছে। টিসিএস জানিয়েছে যে তারা ২৫ হাজারেরও বেশি কর্মীকে পদোন্নতি দিয়েছে এবং এরপর ৪০ হাজারেরও বেশি নতুন কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। এই নিয়োগের লক্ষ্য ২০২৫ সালের জন্য।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
বড় ঘোষণা Infosys- এর
কয়েকদিন আগেই বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই করে বিতর্কের সৃষ্টি করে ইনফোসিস। তবে টাটার পথেই হেঁটেছে এই কোম্পানি। ভারতের আইটি ব্যবসায়িক ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম কোম্পানি ইনফোসিস, ফেব্রুয়ারির শেষ নাগাদ তার কর্মীদের বেতন বৃদ্ধির চিঠি দেওয়ার ঘোষণা দিয়েছে। অনুমান করা হচ্ছে যে এবার গড় বেতন বৃদ্ধি ৬% থেকে ৮% এর মধ্যে হতে পারে। এই বেতন বৃদ্ধি ২০২৫ সালের এপ্রিল থেকে কার্যকর বলে বিবেচিত হবে।
উচ্চ কর্মক্ষমতাসম্পন্নরা উচ্চ বেতন বৃদ্ধি পাবেন, অন্যদিকে বেশিরভাগ কর্মচারী চতুর্থ প্রান্তিকে এই সুবিধা পাবেন। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় আইটি কোম্পানি ইনফোসিসে প্রায় ৩.২৩ লক্ষ কর্মচারী কর্মরত।