Weather Update: কিছুটা কমবে, তবে দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী দুর্যোগের আশঙ্কা! আগামীকালের আবহাওয়া | Rainfall With Strong Wind In Several Districts

প্রীতি পোদ্দার, কলকাতা: ফাল্গুন মাস পড়তে না পড়তেই বৃষ্টির দুর্যোগ শুরু। সকাল থেকেই ঘন কালো অন্ধকারে ডুবেছে গোটা বাংলা। বসন্তের মেজাজে গা বসানোর আগেই বৃষ্টিতে ডুবেছে রাজ্যবাসী। জানা গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলাঙ্গানা পর্যন্ত যে অক্ষরেখা বিস্তৃত ছিল, তা এখন উত্তর বাংলাদেশ থেকে তেলাঙ্গানা পর্যন্ত আছে। আর সেটা গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। হতে পারে শিলাবৃষ্টিও।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই গতকালের মত আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েই চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকালের দিকে বিভিন্ন জায়গায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তায় জল জমে গিয়ে ব্যাহত হয়েছে যান চলাচল। সারা দিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (Weather Update)।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমবে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তাই ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় খুবই কম বৃষ্টিপাত হবে। আগামী রবিবার পর্যন্ত এমন থাকবে পরিস্থিতি।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও পূর্ব ভারতে রাজস্থান এবং অসমে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এ ছাড়া বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সঙ্গে উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে এগোচ্ছে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা। এ সবের কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে।

READ MORE:  South Bengal Weather: রেডি রাখুন ছাতা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! আজকের আবহাওয়া | Rain And Thunderstorm In South Bengal 3 Districts And Kolkata

Scroll to Top