চীনের উপর ফের ডিজিটাল স্ট্রাইক, ভারতে নিষিদ্ধ হতে পারে আরও ১১৯টি চীনা অ্যাপ

চীনা অ্যাপের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন সরকার। চীনের প্রায় ১১৯টি অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২০ সালে সীমান্ত অঞ্চলে দুই দেশের সংঘর্ষের পর উত্তপ্ত রাজনৈতিক মহল, যার ফলস্বরূপ টিকটক, শেয়ারইট-এর মতো পরিচিত অ্যাপ ইতিমধ্যে নিষিদ্ধ করেছে ভারত সরকার। মানিকন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, মন্ত্রণালয়ের জারি করা সর্বশেষ আদেশ অনুসারে এই তালিকায় আরও অ্যাপ অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

READ MORE:  দারুণ খবর, 100 জিবি ফ্রি ডেটা ও ইউটিউব প্রিমিয়ামের সঙ্গে বাজারে আসছে এই ফোন

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বেশিরভাগ চীন এবং হংকং থেকে ভিডিয়ো এবং ভয়েস চ্যাট অ্যাপগুলিকে চিহ্নিত করেছে সরকার। এই তালিকায় রয়েছে প্রায় ১১৯টি অ্যাপ। মজার বিষয় হল, এই ১১৯টি অ্যাপের মধ্যে মাত্র ১৫টি দেশে এখনও পর্যন্ত ব্লক করা হয়েছে। এর মধ্যে ১০০টিরও বেশি অ্যাপ এখনও প্লে স্টোরে ডাউনলোডের জন্য উপলব্ধ।

এই সিদ্ধান্তের ফলে ব্যাপক ভাবে প্রভাবিত হতে পারে অ্যাপের ডেভেলপাররা, এমনটা মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের দাবি, তারা এখনও তালিকায় তাদের নাম এবং ভারত সরকার কেন তাদের প্ল্যাটফর্মকে ঝুঁকিপূর্ণ হিসাবে দেখছে সে সম্পর্কে স্পষ্ট কিছু জানে না। যদিও চীনের অ্যাপ নিষিদ্ধ করা কোনও প্রথম ঘটনা নয়। ২০২০ সালের পর থেকে একাধিকবার চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র।

READ MORE:  Electric Bike: ১ লাখ টাকার কম দামে লঞ্চ হচ্ছে এই ইলেকট্রিক বাইক, একচার্জে চলবে ১৬০ কিমি

উল্লেখ্য, চীন ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার কারণে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে টিকটক। মূলত, জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত তথ্যপ্রযুক্তি বিধিগুলির কারণে দেশে এই অ্যাপগুলি ব্লক করা হয়েছে বলে জানানো হয়েছে। এটাও মনে করছেন অনেকে যে, এই নিষিদ্ধকরণ প্রক্রিয়া আগামীদিনেও জারি থাকবে।

Scroll to Top