লক্ষ্মী পুজোর দিন সবার আড়ালে করুন এই প্রতিকার, সংসার থেকে দূর হবে আর্থিক সমস্যা

আজ লক্ষ্মী পুজো। সংসারের মঙ্গল কামনায় ও আর্থিক দিক নিরাপদে রাখতে বাড়ি বাড়ি আজ দেবী লক্ষ্মীর আরাধনা। সকাল থেকে বাজারে ব্যস্ততা। পুজোয় কোনো ত্রুটি রাখতে চাইবেন না কোনো ব্যক্তি। লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে রয়েছে বিভিন্ন আচার। সংসারের মঙ্গলে করা হয়ে থাকে বিভিন্ন প্রতিকার।

পরিবারে যাতে অর্থ কষ্ট না থাকে সে জন্য অনেকে দেবী লক্ষ্মীর আরাধনা করে থাকেন। চিরাচরিত পুজোর পাশাপাশি রয়েছে কিছু প্রতিকার। যার সাহায্যে সংসার থেকে অনটন দূরে রাখা যায় বলে মানুষের বিশ্বাস। আজ এমনই একটি প্রতিকারের কথা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

READ MORE:  কলিযুগের অন্ত! ৫ বছরের মধ্যে মহাপ্রলয়, ৭ দিন অন্ধকারে ঢাকবে পৃথিবী, ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী

Laxmi Puja

লক্ষ্মী পুজোর দিনে এই বিশেষ প্রতিকারের জন্য সামান্য কিছু উপকরণের দরকার পড়বে। যেমন একটা লাল কাপড়, প্রদীপ, ঘি ও চারটে লবঙ্গ। এই প্রতিকার সবার সামনে কিংবা অন্য কাউকে না বলেই করা ভালো বলে অনেকে মনে করেন।

প্রতিকারের পদ্ধতি

দেবী লক্ষ্মীর সামনে আগে জ্বালতে হবে একটা ঘি এর প্রদীপ। এরপর দুটো লবঙ্গ পাশে রাখতে হবে। বাকি দুটো লবঙ্গ লাল কাপড়ের ওপর রাখুন। ভালো করে পুঁটলি করে বেঁধে নিন। লবঙ্গ সমেত এই লাল কাপড়ের পুঁটলি বাড়ির কোনো নিরাপদ জায়গায় রাখতে হবে। এই কাজ নিভৃতে করা ভালো। কারও সামনে করবেন না কিংবা এই প্রতিকারের ব্যাপারে কাউকে বলবেন না। ভক্তি ভরে মা লক্ষ্মীর সামনে এই প্রতিকার করলে সংসার থেকে দূর হতে পারে অনেক আর্থিক সমস্যা।

READ MORE:  Lottery Horoscope: মার্চের প্রথম সপ্তাহেই বিরাট যোগ! লটারি কেটে মালামাল হবেন এই রাশির ব্যক্তিরা | Lottery Yog For March First Week