প্ল্যাটফর্মেই অসুস্থ হয়ে পড়লেন যাত্রী, সিপিআর দিয়ে তাঁর প্রাণ বাঁচালেন মহিলা কনস্টেবল

সোশ্যাল মিডিয়ার (Social media) সৌজন্যে এখন বিভিন্ন জায়গার বিভিন্ন ঘটনার ভিডিও ভাইরাল হয়।‌আর যা ফোন ও ইন্টারনেটের কল্যাণে আমরা ঘরে বসে দেখতে পাই। আর সেই সমস্ত ভিডিওতে এমন অনেক ঘটনা আমাদের সামনে আসে যা দেখে আমরা চমকে উঠতে বাধ্য হ‌ই। আর এবার সেই রকমই একটি ঘটনা ঘটল দিল্লিতে।

কিছুদিন আগেই মহা কুম্ভে যাওয়ার ট্রেন ধরতে গিয়ে প্রচন্ড ভিড়ে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন বেশ কিছু মানুষ। আর এবার সেই দিল্লি স্টেশনেই ঘটল আর‌ও একটি ঘটনা। ট্রেন ধরতে এসে প্ল্যাটফর্মেই অসুস্থ হয়ে পড়েছিলেন এক যাত্রী। আর দারুণ সাহসিকতার পরিচয় দিয়ে তাকে সিপিআর দিয়ে প্রাণে বাঁচালেন রেলপুলিশের এক মহিলা কনস্টেবল।

READ MORE:  Maha Kumbh Free Stay: থাকা, খাওয়ার লাগবে না এক টাকাও! দেখে নিন মহাকুম্ভে বিনামূল্যের আশ্রয়স্থলগুলি কোথায় | Places to Stay for Free at Maha Kumbh 2025

ওই কনস্টেবলের উপস্থিত বুদ্ধির জেরেই বেঁচে গেছেন ওই মহিলা। উল্লেখ্য, এই ঘটনাটি ঘটেছে দিল্লির আনন্দবিহার স্টেশনে। আর ইতিমধ্যেই সেই ভয়ঙ্কর ঘটনার একটি ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, স্টেশনের প্ল্যাটফর্মের মেঝেতে দু’পা ছড়িয়ে অজ্ঞান হয়ে শুয়ে রয়েছেন এক মহিলা। আর তাকে ঘিরে রয়েছেন চারজন। তার মধ্যে দু’জন মহিলা কনস্টেবল। অসুস্থ যাত্রীর মাথা এবং পায়ের কাছে বসে রয়েছেন এক পুরুষ ও মহিলা।

READ MORE:  ৮ বছর পর খুলল কপাল, এই কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

এরপর এক মহিলা কনস্টেবল তাকে অনেকক্ষণ ধরে সিপিআর দিলে ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে।। জ্ঞান ফিরতেই তার মুখ চোখে জল দেওয়া হয়। এই ঘটনার ভিডিও দারুণ ভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই দুই মহিলা কনস্টেবলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

 

Scroll to Top